ঢাবিতে নারী গণিত অলিম্পিয়াড অনুষ্ঠিত

ঢাবিতে নারী গণিত অলিম্পিয়াড অনুষ্ঠিত
ছবি : সংগৃহীত

আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে সপ্তম নারী গণিত অলিম্পিয়াড অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) এ. এফ মুজিবুর রহমান গণিত ভবনে এই অলিম্পিয়াড অনুষ্ঠিত হয়। ঢাকা বিশ্ববিদ্যালয় গণিত বিভাগ, ফলিত গণিত বিভাগ এবং এ. এফ মুজিবুর রহমান ফাউন্ডেশনের সহযোগিতায় বাংলাদেশ উইমেন্স ম্যাথমেটিকস অলিম্পিয়াড কমিটি এই গণিত অলিম্পিয়াড আয়োজন করে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান অলিম্পিয়াড উদ্বোধন করেন। এ সময় অনুষ্ঠানে বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মো. আব্দুস ছামাদ, গণিত বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. শহীদুল ইসলাম, বাংলাদেশ উইমেন্স ম্যাথমেটিকস অলিম্পিয়াড কমিটির সভাপতি অধ্যাপক ড. চন্দ্রনাথ পোদ্দার, সাধারণ সম্পাদক ড. তানিয়া শরমিন খালেক প্রমুখ উপস্থিত ছিলেন।

উপাচার্য ড. আখতারুজ্জামান বুদ্ধিবৃত্তিক কাজে অংশগ্রহণের মাধ্যমে সমাজে নিজেদের অবস্থান সুসংহত করার জন্য ছাত্রীদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, শিক্ষা অর্জনের মাধ্যমেই নারীরা আত্মবলীয়ান হতে পারে। নারীদের অধিকার প্রতিষ্ঠা এবং সম্মান ও মর্যাদা সমুন্নত রাখতে সার্বজনীন ও অন্তর্ভুক্তিমূলক শিক্ষার ওপর তিনি গুরুত্বারোপ করেন। তিনি বলেন, ২০৩০ সালের মধ্যে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনের জন্য সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় নারীদের সম্পৃক্ত করতে হবে এবং নারীর আর্থ-সামাজিক উন্নয়ন ঘটাতে হবে।

দিনব্যাপী এই অলিম্পিয়াডে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ছাত্রীরা অংশগ্রহণ করে। বিকেলে বিজয়ীদের মাঝে সনদ, ক্রেস্ট ও প্রাইজমানি প্রদান করা হয়েছে। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার প্রধান অতিথি এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মুহাম্মদ সামাদ সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

এ সম্পর্কিত খবর

No stories found.
logo
kalbela.com