
চাকরির শেষ দিনে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সচিব মোস্তাফিজুর রহমানকে পদোন্নতি দিয়ে সিনিয়র সচিব করেছে সরকার। গতকাল মঙ্গলবার তাকে এ পদোন্নতি দিয়ে প্রজ্ঞাপন জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয়।
আজ বুধবার তার অবসরোত্তর ছুটিতে (পিআরএল) যাওয়ার কথা। তবে তাকে এক বছরের চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হতে পারে বলে গুঞ্জন রয়েছে। মোস্তাফিজুর রহমান বিসিএস প্রশাসন ক্যাডারের দশম ব্যাচের একজন কর্মকর্তা।
তিনি মাঠ প্রশাসনের সব স্তরে এবং কেন্দ্রীয় প্রশাসনের গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেন। ভূমি মন্ত্রণালয়ের সচিবের দায়িত্ব পালনপূর্বক বর্তমানে তিনি জননিরাপত্তা বিভাগ, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সচিবের দায়িত্বে আছেন। ২ এপ্রিল জননিরাপত্তা বিভাগে সচিব হিসেবে দায়িত্ব গ্রহণ করেন।