আওয়ামী লীগ প্যাথলজিক্যাল চোর: ফখরুল

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।পুরোনো ছবি

সুপ্রিম কোর্টে আইনজীবী সমিতির নির্বাচনে ভোট কারচুপির অভিযোগ এনে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, চুরি ছাড়া এদের (আওয়ামী লীগ) আর কোনো কিছু নেই। চুরি করে এরা চলে, চুরি এদের নেশা-পেশা। গতকাল বুধবার জাতীয় প্রেস ক্লাবে দলের স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেনের ‘আমার রাজনীতির রোজনামচা’ গ্রন্থের প্রকাশনা উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, মঙ্গলবার রাতেই সর্বোচ্চ আদালতের আইনজীবীদের নির্বাচনে ফলস ব্যালট পেপার ছাপিয়ে যখন সিল মারছিল, সেটা ধরে ফেলায় সেখানে প্রচণ্ড গোলযোগ হয়েছে। যিনি ৭ বার সুপ্রিম কোর্ট বারের নির্বাচিত সেক্রেটারি ছিলেন, তাকে তারা আঘাত করেছে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য অধ্যাপক আনোয়ারউল্লাহ চৌধুরীর সভাপতিত্বে ও সুপ্রিম কোর্টের আইনজীবী ড. খন্দকার মারুফ হোসেনের সঞ্চালনায় সভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, কেন্দ্রীয় নেতা বরকত উল্লাহ বুলু, আমান উল্লাহ আমান, আবদুস সালাম, অধ্যাপক ডা. আব্দুল কুদ্দুস, কবি আবদুল হাই শিকদার, অধ্যাপক এবিএম ওবায়দুল ইসলাম, বিএফইউজের একাংশের সভাপতি এম আবদুল্লাহ, সাবেক বিচারক নুর মোহাম্মদ জাহাঙ্গীর, সাবেক কর কর্মকর্তা ড. সাজ্জাদ হোসেন ভূঁইয়া এবং অনন্যার প্রকাশক মনিরুল হক বক্তব্য দেন।

যুবদলের আলোচনা সভা : এদিকে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া, যুবদলের সাধারণ সম্পাদক আব্দুল মোনায়েম মুন্নাসহ গ্রেপ্তার নেতাকর্মীদের মুক্তি দাবিতে গতকাল বিকেলে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সমাবেশেও বক্তব্য দেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। যুবদলের সভাপতি সুলতান সালাউদ্দিন টুকুর সভাপতিত্বে ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম মিল্টনের পরিচালনায় আরও বক্তব্য দেন দলের নেতা মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, আমান উল্লাহ আমান, আব্দুস সালাম, মোয়াজ্জেম হোসেন আলাল, আব্দুস সালাম আজাদ, কামরুজ্জামান রতন, যুবদলের মামুন হাসান, নূরুল ইসলাম নয়ন প্রমুখ।

এ সম্পর্কিত খবর

No stories found.
logo
kalbela.com