পলকের সঙ্গে কোরিয়ান রাষ্ট্রদূতের সাক্ষাৎ

পলকের সঙ্গে কোরিয়ান রাষ্ট্রদূতের সাক্ষাৎ

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত লি জ্যাং-কিউন। মঙ্গলবার আগারগাঁওয়ে প্রতিমন্ত্রীর দপ্তরে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

প্রতিমন্ত্রী পলক বলেন, প্রধানমন্ত্রী ঘোষিত ২০৪১ সাল নাগাদ স্মার্ট সিটিজেন, স্মার্ট সোসাইটি, স্মার্ট ইকোনমি এবং স্মার্ট গভর্নমেন্ট—এ চার মূল স্তম্ভের ওপর ভিত্তি করে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে কাজ শুরু করেছি। স্মার্ট বাংলাদেশ বিনির্মাণ এবং আইসিটি সংশ্লিষ্ট বৃহৎ প্রকল্পে দক্ষিণ কোরিয়ার আর্থিক ও কারিগরি সমর্থন পাওয়ার বিষয়েও পলক আশা প্রকাশ করেন।

রাষ্ট্রদূত লি জ্যাং-কিউন বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্ব এবং প্রধানমন্ত্রীর আইসিটিবিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়ের তত্ত্বাবধানে আইসিটিসহ সব খাতে বাংলাদেশ অনেক এগিয়েছে। শিগগিরই দক্ষিণ কোরিয়ার ই-গভর্নমেন্ট সংশ্লিষ্ট একটি প্রতিনিধি দল বাংলাদেশ সফর করবে।

এ সম্পর্কিত খবর

No stories found.
logo
kalbela.com