বাংলাদেশ জাতীয় যোগ্যতা কাঠামোর যাত্রা শুরু

শিক্ষা মন্ত্রণালয়।
শিক্ষা মন্ত্রণালয়।ছবি : সংগৃহীত

দেশে শিক্ষার গুণগত মান-ব্যবস্থা নির্ধারণ, শিক্ষাক্রম পরিমার্জন ও আইনগত স্বীকৃতির জন্য ‘বাংলাদেশ জাতীয় যোগ্যতা কাঠামো’ বা ‘বাংলাদেশ ন্যাশনাল কোয়ালিফিকেশনস ফ্রেমওয়ার্ক’ (বিএনকিউএফ)-এর যাত্রা শুরু হয়েছে। এটি অনুসরণ করে দেশের শিক্ষার মান ও ব্যবস্থা নির্ধারণ এবং শিক্ষাক্রমে পরিবর্তন আনা হবে। গতকাল রোববার ফ্রেমওয়ার্কটি চূড়ান্ত করে শিক্ষা মন্ত্রণালয় থেকে তা প্রকাশ করা হয়েছে। এ উপলক্ষে সন্ধ্যায় উদ্বোধন অনুষ্ঠানের আয়োজন করা হয়।

ইউরোপীয় ইউনিয়নের অর্থায়নে অনুষ্ঠানটি যৌথভাবে আয়োজন করে শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ (টিএমইডি) ও আন্তর্জাতিক শ্রম সংস্থা (আইএলও)। বিশেষ অতিথি ছিলেন শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী ও বাংলাদেশে ইউরোপীয় ইউনিয়নের অ্যাম্বাসাডর ও ডেলিগেশন প্রধান এই.ই চার্লস হুইটলি।

অনুষ্ঠানের প্রধান অতিথি শিক্ষামন্ত্রী দীপু মনি বলেন, এ ফ্রেমওয়ার্ক সুষ্ঠুভাবে অগ্রসর হবে। বিভিন্ন শিক্ষা ও প্রশিক্ষণ খাতে পূর্ণ অভিযোজন নিশ্চিত করতে এবং সময়োপযোগী এবং কার্যকর পদ্ধতিতে এগুলোর বাস্তবায়ন নিশ্চিত করার জন্য শিক্ষাবিদ, নিয়োগকর্তা, শিক্ষার্থীসহ সব স্টেকহোল্ডার একসঙ্গে কাজ করবেন।

জানা যায়, দেশের শিক্ষা, দক্ষতা, যোগ্যতা বা সক্ষমতার স্বীকৃত কোনো কাঠামো না থাকায় অনেক সময় দক্ষতা বা অভিজ্ঞতার মূল্যায়ন দেশে-বিদেশে কর্মক্ষেত্র বা শিক্ষাপ্রতিষ্ঠানে সঠিকভাবে হয় না। বৈশ্বিক মানের সঙ্গে ভারসাম্যের সীমাবদ্ধতা দূর করতে বাংলাদেশ সরকার বিষয়টি অনুধাবন করে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়। ২০২১ সালের ৩ জুন শিক্ষামন্ত্রী দীপু মনির সভাপতিত্বে শিক্ষা মন্ত্রণালয়ে এ সংক্রান্ত এক বৈঠক হয়। এরপর এর রূপরেখা তৈরিতে কাজ শুরু করে শিক্ষা মন্ত্রণালয়।

এ সম্পর্কিত খবর

No stories found.
logo
kalbela.com