সিদ্দিকবাজার বিস্ফোরণে দগ্ধ শিক্ষার্থীর মৃত্যু

শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট।
শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট।ছবি: সংগৃহীত

রাজধানীর সিদ্দিকবাজারে ভবনে বিস্ফোরণের ঘটনায় দগ্ধ শিক্ষার্থী জাহান সরদার সেলিম (১৯) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। তার শরীরের ৫০ শতাংশ দগ্ধ ছিল। গতকাল মঙ্গলবার বিকেল ৫টার দিকে শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এ নিয়ে ওই দুর্ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে হলো ২৫।

নিহত জাহানের মামা আল ইসলাম জানান, তাদের বাড়ি ঢাকা জেলার নবাবগঞ্জ খটিয়া গ্রামে। বাবার নাম জাহাঙ্গীর সরদার। দোহার নবাব কলেজের ম্যানেজমেন্টে অনার্সের প্রথম বর্ষের শিক্ষার্থী ছিলেন জাহান। এক ভাই এক বোনের মধ্যে তিনি ছিলেন ছোট।

তিনি বলেন, ঘটনার দিন জাহান দোহার থেকে বাসে করে গুলিস্তানে নামে। এরপর যাত্রাবাড়ী যাওয়ার উদ্দেশ্যে হেঁটে যাচ্ছিলেন। তখনই বিস্ফোরণের ঘটনায় সে দগ্ধ হয়। এরপর চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের সমন্বয়কারী ডা. সামন্ত লাল সেন বলেন, জাহানের শরীরের ৫০ শতাংশ দগ্ধ হয়েছিল। তার শ্বাসনালি ক্ষতিগ্রস্ত হয়েছিল। চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার বিকেলে আইসিইউতে তিনি মারা যান।

এ সম্পর্কিত খবর

No stories found.
logo
kalbela.com