
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী মো. শাহাব উদ্দিন লোকালয়ে প্রবেশ করা বন্যহাতি হত্যা না করার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, আবাসস্থলে জনবসতি গড়ে ওঠায় খাবারের খোঁজে মানুষ ও কৃষি ফসলের ক্ষতি করছে প্রাণীটি। গতকাল শুক্রবার রাঙামাটির কাপ্তাইয়ে বন্যহাতির আক্রমণে নিহত ও ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ক্ষতিপূরণের চেক প্রদান উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন মন্ত্রী।
তিনি বলেন, হাতিসহ অন্যান্য বন্যপ্রাণী দ্বারা আক্রান্তদের জানমালের ক্ষতিপূরণ আগের চেয়ে বাড়ানো হয়েছে। মৃত ব্যক্তির ক্ষেত্রে ১ লাখ টাকার স্থলে ৩ লাখ, গুরুতর আহত ব্যক্তির ক্ষেত্রে ৫০ হাজার টাকার স্থলে ১ লাখ এবং কৃষি ফসল ও সম্পদের ক্ষয়ক্ষতির জন্য ২৫ হাজার টাকার স্থলে ৫০ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে। একজন মানুষের মৃত্যুর প্রতিদান টাকা দিয়ে হয় না মন্তব্য করে বলেন, এটি সরকারের সাময়িক উদ্যোগ ও সান্ত্বনা।
রাঙামাটি অঞ্চলের বন সংরক্ষক মোহাম্মদ মিজানুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি ছিলেন জেলার প্রধান বন সংরক্ষক মো. আমীর হোসাইন চৌধুরী, চট্টগ্রাম অঞ্চলের বন সংরক্ষক বিপুল কৃষ্ণ দাস এবং রাঙামাটির অতিরিক্ত জেলা প্রশাসক সাইফুল ইসলামসহ অনেকে।