
রাজধানীর সিদ্দিকবাজারে বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত ভবন ঝুঁকিপূর্ণ হওয়ায় ভবনের সামনের ফুটপাতসহ ২৬ ফুট রাস্তা স্টিল ব্যারিয়ার দিয়ে কর্ডন রাখতে হবে। রাত ১০টা থেকে সকাল ৬টা পর্যন্ত ভবনের সামনের রাস্তায় সব যানবাহন চলাচল বন্ধ রাখতে হবে। এ ছাড়া ৪৫ দিনের মধ্যে ডিটেইলন্ড ইঞ্জিনিয়ারিং অ্যাসেসমেন্ট (ডিইএ) সম্পন্ন এবং আগামী ১৮০ দিনের মধ্যে রিট্রোফিটিংয়ের কাজ সম্পন্ন করতে হবে। রাজউকের গঠিত কারিগরি তদন্ত কমিটির প্রতিবেদনে এসব সুপারিশ করা হয়েছে।
গত ৭ মার্চ বিকেলে সিদ্দিকবাজারের সাততলা বিশিষ্ট ভবনে ভয়াবহ বিস্ফোরণে প্রাণহানির ঘটনা ঘটে। এরপর বিভিন্ন সংস্থা বিস্ফোরণের কারণ অনুসন্ধানে নামে। বিস্ফোরণে বিধ্বস্ত ভবনের ভেঙে ফেলা হবে কি না—এ সিদ্ধান্ত নিতে ৬ সদস্যের টেকনিক্যাল কমিটি গঠন করে রাজউক। কমিটির প্রধান রাজউকের সদস্য (উন্নয়ন) অবসরপ্রাপ্ত মেজর প্রকৌশলী সামছুদ্দিন আহমেদ চৌধুরী ও সদস্য সচিব রাজউকের অথরাইজড অফিসার রংগন মণ্ডল। কমিটির অন্য সদস্যরা হলেন বুয়েটের পুরকৌশল বিভাগের অধ্যাপক ড. মেহেদী আহমেদ আনসারী, অধ্যাপক ড. রাকিব আহসান, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সাবেক মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল (অব.) প্রকৌশলী আলী আহমদ খান, রাজউকের ইউআরপি পিডি প্রকৌশলী আবদুল লতিফ হেলালী ও কমিটি তদন্ত শেষে গতকাল সোমবার রাজউক চেয়ারম্যানের দপ্তরে প্রতিবেদন দাখিল করে।