
‘করলে জাটকা সংরক্ষণ, বাড়বে ইলিশের উৎপাদন’—প্রতিপাদ্য নিয়ে আজ থেকে শুরু হচ্ছে জাটকা সংরক্ষণ সপ্তাহ, ২০২৩। পিরোজপুরের হুলারহাট মাধ্যমিক বিদ্যালয়ে আনুষ্ঠানিকভাবে জাটকা সংরক্ষণ সপ্তাহ উদ্বোধন করা হবে।
মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় জানিয়েছে, এ বছর গুরুত্বপূর্ণ মৎস্য অবতরণ কেন্দ্র, আড়ত, বাজারসহ জাটকা সংরক্ষণের গুরুত্ব ও এ সংক্রান্ত আইন বিষয়ে প্রচার কার্যক্রম চালানো হবে।
এ ছাড়া জাটকা সংরক্ষণে হাটবাজার ও আড়তে মোবাইল কোর্ট ও অভিযান পরিচালনা এবং ইলিশ আহরণে মৎস্যজীবীদের বিকল্প কর্মসংস্থানের উপকরণ বিতরণ করা হবে। সচেতনতামূলক ক্যাম্পেইনের পাশাপাশি বেআইনি জাল উৎপাদন কারখানায় অভিযান চালানো হবে।