জাটকা সংরক্ষণ সপ্তাহ শুরু আজ

জাটকা সংরক্ষণ সপ্তাহ শুরু আজ

‘করলে জাটকা সংরক্ষণ, বাড়বে ইলিশের উৎপাদন’—প্রতিপাদ্য নিয়ে আজ থেকে শুরু হচ্ছে জাটকা সংরক্ষণ সপ্তাহ, ২০২৩। পিরোজপুরের হুলারহাট মাধ্যমিক বিদ্যালয়ে আনুষ্ঠানিকভাবে জাটকা সংরক্ষণ সপ্তাহ উদ্বোধন করা হবে।

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় জানিয়েছে, এ বছর গুরুত্বপূর্ণ মৎস্য অবতরণ কেন্দ্র, আড়ত, বাজারসহ জাটকা সংরক্ষণের গুরুত্ব ও এ সংক্রান্ত আইন বিষয়ে প্রচার কার্যক্রম চালানো হবে।

এ ছাড়া জাটকা সংরক্ষণে হাটবাজার ও আড়তে মোবাইল কোর্ট ও অভিযান পরিচালনা এবং ইলিশ আহরণে মৎস্যজীবীদের বিকল্প কর্মসংস্থানের উপকরণ বিতরণ করা হবে। সচেতনতামূলক ক্যাম্পেইনের পাশাপাশি বেআইনি জাল উৎপাদন কারখানায় অভিযান চালানো হবে।

এ সম্পর্কিত খবর

No stories found.
logo
kalbela.com