
রাজধানীর তেজগাঁও কুনিপাড়া এলাকায় একটি বাসায় ফিরোজা বেগম নামে এক পোশাক শ্রমিকের অস্বাভাবিক মৃত্যু হয়েছে। তিনি গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন বলে দাবি পরিবারের। গতকাল শুক্রবার বিকেল ৩টার দিকে ফিরোজাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান স্বজনরা। পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহতের ছোট বোন শামসুন্নাহার বেগম জানান, তাদের বাড়ি নেত্রকোনা জেলার কেন্দুয়া উপজেলায়। কুনিপাড়ায় ঝিলের ওপরে একটি টংঘরে থাকতেন ফিরোজা বেগম। স্বামী তাকে ছেড়ে চলে গেছে। তিনি আরও জানান, নিজে মহাখালী সাততলা বস্তিতে থাকেন। তার বোন তেজগাঁওয়ের কানিজ গার্মেন্টে অপারেটর হিসেবে চাকরি করতেন। তিন মাস ধরে মানসিকভাবে অসুস্থ বড় বোনকে দেখতে ঘটনার দিন তার বাড়িতে যান।