
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, গোয়েন্দা সংস্থার রিপোর্ট অনুযায়ী বিস্ফোরণের ঘটনাগুলোতে এখন পর্যন্ত নাশকতার কোনো প্রমাণ পাওয়া যায়নি। নাশকতা পরিকল্পনার সংবাদও নেই। তবে, তদন্ত শেষ না হওয়া পর্যন্ত চূড়ান্ত কিছু বলা যাবে না। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, গ্যাস জমে বিস্ফোরণ ঘটেছে। ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে বিস্ফোরণের ঘটনায় অন্য কোনো কারণ আছে কিনা, এমন প্রশ্নের জবাবে এসব কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী।
শনিবার বিকেলে মুন্সীগঞ্জের সিরাজদীখানে একটি রিসোর্টে মুন্সীগঞ্জ-বিক্রমপুর সমিতির ৭৫ বছর পূর্তি উদযাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী বলে, আওয়ামী লীগ চক্রান্ত ও ষড়যন্ত্রে বিশ্বাস করে না এবং ভয় পায় না। তিনি বলেন, জনগণের ভোট এবং সমর্থন নিয়ে তার দল চলে। নির্বাচনের সময় রাজনৈতিক দলগুলো বিভিন্ন প্রোপাগান্ডা চালাবে, দলের ম্যানোফেস্টো প্রচার করবে, জনগণকে আকৃষ্ট করার চেষ্টা করবে, যা স্বাভাবিক। কিন্তু যদি কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি ও ষড়যন্ত্রের চেষ্টা করে, তাহলে গোয়েন্দা বাহিনী ও নিরাপত্তা বাহিনী ব্যবস্থা নেবে। এ সময় তিনি মুন্সীগঞ্জ-বিক্রমপুর সমিতির স্মরণিকা ও ওয়েবসাইট উদ্বোধন করেন। সাবেক স্বাস্থ্য প্রতিমন্ত্রী মিজানুর রহমান সিনহা ও জেলা পুলিশ সুপারসহ অনেকে সে সময় উপস্থিত ছিলেন।