নতুন দলের নিবন্ধন শতভাগ শর্ত পূরণে : ইসি আলমগীর

ইসি আলমগীর।
ইসি আলমগীর।ছবি : সংগৃহীত

শতভাগ শর্ত পূরণ হলেই নতুন রাজনৈতিক দল নিবন্ধন পাবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার মো. আলমগীর। আগামী জুনের মধ্যেই বিষয়টি চূড়ান্ত করা হবে জানিয়ে তিনি বলেন, শতভাগ শর্ত পূরণ না করলে নতুন কোনো দল নিবন্ধন পাবে না। এক্ষেত্রে আবেদনকারী দলকে একশতে একশ পেতে হবে। নিরানব্বই পেলেও হবে না।

গতকাল রোববার নির্বাচন ভবনে নিজ দপ্তরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ব্যারিস্টার নাজমুল হুদার তৃণমূল বিএনপিকে তো নিবন্ধন দিয়েছি। আমাদের তো আর কিছু করার নেই। উনি মারা গেছেন। উনার দলের যারা আছেন, তারা সিদ্ধান্ত নেবেন পরবর্তী চেয়ারম্যান কে হবেন বা কী হবে। সেটা তাদের দলীয় সিদ্ধান্ত।

নতুনদের অনেকেই সরকারি দলের পছন্দের বাইরে আছে। এক্ষেত্রে প্রভাবমুক্ত থেকে নিবন্ধন দেবেন কি না, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, আইন ও বিধি অনুযায়ী যারা পাওয়ার যোগ্য, তারা নিবন্ধন পাবে। যারা পাওয়ার যোগ্য নয় তারা পাবে না। আইনের বাইরে কোনো কিছু বিবেচ্য বিষয় নেই। যাদের কাগজপত্র ঠিক আছে, তাদেরটাই কেবল মাঠ পর্যায়ে যাচাই হবে। বাকিগুলো হবে না। মো. আলমগীর বলেন, কোনো রাজনৈতিক সুপারিশ আসেনি। কোথাও থেকে কোনো সুপারিশ আসবেও না। কমিশন আইন দ্বারা পরিচালিত হয়। কারও ভাবনা দ্বারা পরিচালিত হয় না। আইন ও বিধিতে যা কিছু দেওয়া আছে, সে শর্ত যারা শতভাগ পূরণ করতে পারবে তারা নিবন্ধন পাবে।

যারা মাত্র একটি পূরণ করতে পারবে না, তারা পাবে না। আমরা আইন ও বিধি অনুযায়ী দেখব। অন্য কিছু দেখার সুযোগ নেই।

বর্তমানে ইসিতে নিবন্ধিত রাজনৈতিক দলের সংখ্যা ৪০টি। নতুন প্রায় ৯৮ টি দল নিবন্ধন পেতে আবেদন করেছে।

এ সম্পর্কিত খবর

No stories found.
logo
kalbela.com