সাভারে ভবন নির্মাণ তদারকিতে গাফিলতি ছিল : বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী

স্থপতি ইয়াফেস ওসমান।
স্থপতি ইয়াফেস ওসমান।পুরোনো ছবি

সাভারে ভবন ধসের ঘটনায় নির্মাণ তদারকির গাফিলতিকে দায়ী করেছেন বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী স্থপতি ইয়াফেস ওসমান। ঘটনাস্থল পরিদর্শন করে প্রাথমিকভাবে সেটাই ধারণা করছেন বলে জানান তিনি।

এ সময় ধসে যাওয়া অংশ পরিষ্কার করে নতুনভাবে কাজ শুরু করতে ঠিকাদারি প্রতিষ্ঠানকে নির্দেশ দেন মন্ত্রী। পরে যাতে আর কোনো দুর্ঘটনা না ঘটে সেজন্য ব্যবস্থা নিতে বেশ কিছু নির্দেশনাও দেন ইয়াফেস ওসমান। সাভারে নির্মাণাধীন ১০ তলা ভবনের ছাদ ধসের পর শনিবার দুর্ঘটনাস্থল পরিদর্শনে যান মন্ত্রী। পরে আশুলিয়ায় পরমাণু শক্তি গবেষণা প্রতিষ্ঠানে সাংবাদিকদের সঙ্গে এ বিষয়ে কথা বলেন তিনি। মন্ত্রী বলেন, এটা পুরোপুরি ঠিকাদারের ব্যাপার হলেও দুর্ঘটনার কারণ খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। পরমাণু শক্তি কমিশনের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ও প্রকল্প পরিচালক ড. মো. মনজুর আহসান বলেন, ভবন নির্মাণসহ সব বিষয় ইঞ্জিনিয়াররা সার্বক্ষণিকভাবে পর্যবেক্ষণ করছেন। উল্লেখ্য, গত শুক্রবার আশুলিয়ার গণকবাড়ি এলাকায় অবস্থিত পরমাণু শক্তি গবেষণা প্রতিষ্ঠানের নির্মাণাধীন ১০ তলা ভবনের ছাদ ধসে পড়ে।

এতে ১৫ জন আহত হন। এর পরপরই নির্মাণের দায়িত্বে থাকা প্রতিষ্ঠানের কর্মকর্তা ও কর্মচারীরা গা-ঢাকা দিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। পরমাণু প্রযুক্তির মাধ্যমে ক্যান্সার রোগ নির্ণয় ও নিরাময় চিকিৎসাকেন্দ্রের নির্মাণাধীন এই ভবনটি বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের অধীন।

এ সম্পর্কিত খবর

No stories found.
logo
kalbela.com