রাতের আঁধারে চুরি অভয়াশ্রমের মাছ

কুড়িগ্রামের ম্যাপ।
কুড়িগ্রামের ম্যাপ।ছবি : সংগৃহীত

কুড়িগ্রামের চিলমারীতে এক রাতে ভোলার ছড়া স্থায়ী মৎস্য অভয়াশ্রমের প্রায় ৩ লাখ টাকার দেশীয় জাতের মাছসহ নিরাপত্তা বেষ্টনীর সরঞ্জাম চুরির খবর পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে গত বৃহস্পতিবার রাতে উপজেলার রমনা মডেল ইউনিয়নের পাত্রখাতা ভোলার ছড়া বিল এলাকার ভোলার ছড়া মৎস্য অভয়াশ্রমে।

মৎস্য অফিস সূত্র বলছে, সম্প্রতি সরকারিভাবে ভোলার ছড়া স্থায়ী মৎস্য অভয়াশ্রম ঘোষণা দেওয়া হয়। এতে সরকারিভাবে মাছ ছাড়াও হয়েছিল। প্রায় দেড় লাখ টাকা ব্যয়ে অভয়াশ্রমের চারদিকে সিমেন্টের খুঁটি, ৬টি সাইনবোর্ড, ১৫০ ফিট দৈর্ঘ্যের ৫টি নেট জাল, পতাকা-বেষ্টনীসহ পুকুরের নিরাপত্তায় ব্যবহৃত ১৫ মণ পরিমাণে বাঁশঝাড় ছিল। এ ছাড়াও অভয়াশ্রমে দেশি জাতের প্রায় ৩ লাখ টাকা মূল্যের মাছ ছিল।

উপজেলা মৎস্য কর্মকর্তা মো. নুরুজ্জামান খান বলেন, বিলটিতে প্রায় ৩ লাখ টাকার মাছ ছিল। বিষয়টি আমি জানার পর ইউএনও স্যার ও থানার ওসিকে জানিয়েছি।

চিলমারী মডেল থানার ওসি মো. হারেসুল ইসলাম বলেন, মৎস্য কর্মকর্তা আমাকে মাছ চুরির ঘটনাটি মৌখিক জানিয়েছেন। একটি অভিযোগ দেওয়ার কথা। এখনো অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে আমরা আইনগত ব্যবস্থা নেব।

এ সম্পর্কিত খবর

No stories found.
logo
kalbela.com