
নারায়ণগঞ্জের রূপগঞ্জে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালন করেছেন উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। গতকাল শুক্রবার বিকেলে উপজেলার রূপগঞ্জ ইউনিয়নের পিতলগঞ্জে দোয়া মাহফিল, কেক কাটা ও আলোচনা সভার মধ্য দিয়ে জাতির পিতার জন্মবার্ষিকী পালন করা হয়। বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহানের পক্ষে এ উদ্যোগ নেয় রংধনু গ্রুপ।
এদিন দুপুর থেকেই প্রতিটি ইউনিয়ন ও ওয়ার্ড থেকে আওয়ামী লীগ, যুবলীগ এবং সহযোগী সংগঠনের নেতাকর্মীরা খণ্ড খণ্ড মিছিল নিয়ে প্যান্ডেলে প্রবেশ করতে শুরু করেন। এক পর্যায়ে সভাটি জনসভায় রূপ নেয়। রূপগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাবেক সহসভাপতি আবুল বাশার টুকুর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন রংধনু গ্রুপের চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা আলহাজ রফিকুল ইসলাম। প্রধান বক্তা ছিলেন দাউদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম জাহাঙ্গীর মাস্টার।
এ সময় রংধনু গ্রুপের চেয়ারম্যান আলহাজ রফিকুল ইসলাম বলেন, ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ডাকে সাড়া দিয়ে প্রায় ৯ মাস যুদ্ধ করে স্বাধীন সার্বভৌম বাংলাদেশ অর্জন করে এ দেশের মানুষ। সেই মহান নেতার আজ জন্মদিন।’
রূপগঞ্জের নির্যাতিত আওয়ামী লীগের নেতাকর্মীদের উদ্দেশে তিনি আরও বলেন, ‘বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহান রূপগঞ্জে নির্বাচন করবেন নিশ্চিত। আর রূপগঞ্জের কোনো আওয়ামী লীগ নেতাকর্মীকে যদি ষড়যন্ত্রমূলকভাবে মামলা-হামলা দেওয়া হয়, তাহলে কোনো ছাড় দেওয়া হবে না।’
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শাহরিয়া পান্না সোহেল, কাঞ্চন পৌরসভার মেয়র ও পৌর যুবলীগের সভাপতি আলহাজ রফিকুল ইসলাম, তরুণ শিল্পপতি তারিকুল ইসলাম মোগল, রূপগঞ্জ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আবু হোসেন ভূঁইয়া রানু, মানজুরুল ইসলাম মাঞ্জু, রংধনু গ্রুপের পরিচালক ও জেলা পরিষদের সদস্য মিজানুর রহমান মিজান, রূপগঞ্জ উপজেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক কামাল হোসেন কমল ও আওয়ামী লীগ নেতা অ্যাডভোকেট তাইয়ুবুর রহমান।
বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহানের রাজনৈতিক মুখপাত্র শেখ মোয়াজ্জেম হোসেন সাঈদের তত্ত্বাবধানে সঞ্চালনা করেন উপজেলা যুবলীগের সাবেক যুগ্ম সম্পাদক ফয়েজুর রহমান ও জেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক আশিকুল ইসলাম খোকন।
আরও বক্তব্য দেন কায়েতপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল আউয়াল, উপজেলা ছাত্রলীগের সাবেক সহসভাপতি মনিরুজ্জামান ভূঁইয়া, আওয়ামী লীগ নেতা আলী আজগর, হাজি সফিকুল ইসলাম, মইন মোল্লা, কায়েতপাড়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাবেক সভাপতি মহিউদ্দিন মেম্বার, রূপগঞ্জ উপজেলা শ্রমিক লীগের সভাপতি কাজী আব্দুল মজিদ, ভুলতা ইউনিয়ন আওয়ামী লীগ নেতা মোজাম্মেল হক মিলন, উপজেলা যুবলীগের সাবেক সহসভাপতি আলী মাস্টার, শাখাওয়াত শিকদার, স্বেচ্ছাসেবক লীগ নেতা রফিকুল ইসলাম প্রমুখ।