অ্যাপের মাধ্যমে ঋণের নামে প্রতারণা

প্রতীকী ছবি
প্রতীকী ছবি

র‌্যাপিড ক্যাশ নামে অ্যাপ ব্যবহার করলেই সহজ শর্তে মিলবে ঋণ। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এমন বিজ্ঞাপন দিয়ে ব্যবহারকারীদের আকৃষ্ট করে একটি চক্র। অ্যাপটি অ্যান্ড্রয়েড মোবাইলে ডাউনলোড করামাত্র মোবাইলের সম্পূর্ণ এক্সেস চলে যায় চক্রের কাছে। দেশের যে কোনো সিম দিয়ে রেজিস্ট্রেশন করলেই র‌্যাপিড ক্যাশ ব্যবহারকারীকে ৫০০ বা ১০০০ টাকার ঋণ দেওয়া হতো। ওই দিন থেকেই ওই টাকার ওপর প্রায় একশ টাকা হারে সুদ আরোপ করা হতো। এরপর সেই সুদের টাকা শোধ না করলে বা আরও ঋণ না করলে শুরু হতো ব্যক্তিগত তথ্য ছড়িয়ে দেওয়ার হুমকি। এরপর হাতিয়ে নিতো লাখ লাখ টাকা।

প্রতারণা চক্রের মূলহোতা মাহের এবং এজেন্টসহ ৭ সদস্যকে আটক করেছে এন্টি টেররিজম ইউনিট (এটিইউ)। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় উত্তরা ১১ নম্বর সেক্টরের একটি বাসা থেকে তাদের আটক করে এটিইউর সাইবার ক্রাইম উইং। মাহের ছাড়া বাকিদের নাম-পরিচয় তাৎক্ষণিক জানায়নি এটিইউ।

এটিইউর সাইবার ক্রাইম ইউনিটের এসপি ফারহানা ইয়াসমিন কালবেলাকে বলেন, ঋণের সুদ পরিশোধ না করতে পারলে কিংবা একবারের বেশি ঋণ না নিলে মোবাইলের গ্যালারির ছবি, ভিডিও ও অন্যান্য গুরুত্বপূর্ণ তথ্য ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে তাদের কাছ থেকে টাকা হাতিয়ে নিচ্ছিল চক্রটি।

এ সম্পর্কিত খবর

No stories found.
logo
kalbela.com