কূটনীতিকদের আনসারের নিরাপত্তা চূড়ান্ত হয়েছে : পররাষ্ট্র সচিব

কূটনীতিকদের আনসারের নিরাপত্তা চূড়ান্ত হয়েছে : পররাষ্ট্র সচিব

ঢাকায় কর্মরত বিদেশি কূটনীতিকদের বাড়তি নিরাপত্তা সুবিধা (এসকর্ট) দেবে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী। তারা কীভাবে এই বাড়তি নিরাপত্তা দেবে, তা চূড়ান্ত হয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন। এদিকে বাড়তি নিরাপত্তা দিতে আনসার বাহিনীর প্রস্তুতি ও সক্ষমতা আছে বলে জানিয়েছেন বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল একেএম আমিনুল হক।

গতকাল বুধবার সন্ধ্যায় বিদেশি কূটনীতিকদের বিশেষ নিরাপত্তার কর্মকৌশল নির্ধারণে পররাষ্ট্র সচিব মাসুদ বৈঠক করেন আনসারের ডিজির সঙ্গে। পররাষ্ট্র মন্ত্রণালয়ে ঘণ্টাব্যাপী বৈঠকের পর তারা সাংবাদিকদের এসব তথ্য জানান।

পররাষ্ট্র সচিব জানান, আগামী রোববারের মধ্যে কূটনৈতিক পত্রের (নোট ভারবাল) মাধ্যমে ঢাকার বিদেশি দূতাবাসগুলোকে আনসার বাহিনীর নিরাপত্তা সুবিধার বিষয়টি জানানো হবে। আনসারের ডিজি জানান, ইউরোপীয় ইউনিয়ন অফিসে আগেও কৌশলগত নিরাপত্তা দিয়েছে আনসার। বিদেশি মিশনগুলোকে বাড়তি নিরাপত্তা দিতে প্রস্তুতি ও সক্ষমতা আছে বাহিনীর। আধুনিক প্রশিক্ষণ ও অস্ত্র চালনায় আনসার বাহিনী প্রশিক্ষিত। এই বাহিনী সরকারের দেওয়া যে কোনো দায়িত্ব পালন করবে।

ঢাকায় নিযুক্ত বিদেশি দূতাবাস ও রাষ্ট্রদূতদের নিরাপত্তার জন্য নিয়োজিত রয়েছে পুলিশের বিশেষ বিভাগ ডিপ্লোমেটিক সিকিউরিটি ডিভিশন। তবে নিয়মিত নিরাপত্তার বাইরেও যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া, জাপান, ভারত ও সৌদি আরবের রাষ্ট্রদূতের চলাচলের জন্য দেওয়া হতো বাড়তি পুলিশি প্রটোকল। সম্প্রতি এই এসকর্ট সুবিধা বাতিলের সিদ্ধান্ত নেয় সরকার।

এ সম্পর্কিত খবর

No stories found.
logo
kalbela.com