সাধারণ আনসার মৌলিক প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ

গাজীপুরের কালিয়াকৈরে কুচকাওয়াজ অনুষ্ঠানে শ্রেষ্ঠ প্রশিক্ষণার্থীদের হাতে পুরস্কার তুলে দেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল এ কে এম আমিনুল হক।
গাজীপুরের কালিয়াকৈরে কুচকাওয়াজ অনুষ্ঠানে শ্রেষ্ঠ প্রশিক্ষণার্থীদের হাতে পুরস্কার তুলে দেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল এ কে এম আমিনুল হক।ছবি : সংগৃহীত

গাজীপুরের কালিয়াকৈরে সাধারণ আনসার মৌলিক প্রশিক্ষণের (পুরুষ) দ্বিতীয় ধাপের সমাপনী কুচকাওয়াজ ইয়াদ আলী প্যারেড গ্রাউন্ডে অনুষ্ঠিত হয়েছে।

গতকাল বৃহস্পতিবার অনুষ্ঠিত এ কুচকাওয়াজে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল এ কে এম আমিনুল হক।

বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত মহাপরিচালক খোন্দকার ফরিদ হাসান। প্যারেড কমান্ডার উপপরিচালক ফারুক আহম্মেদের নেতৃত্বে প্যারেড ছয় সারিতে মার্চপাস্ট করে প্রধান অতিথিকে অভিবাদন জানায়।

শপথ নেওয়ার পর শ্রেষ্ঠ প্রশিক্ষণার্থীদের হাতে পুরস্কার তুলে দেন প্রধান অতিথি। ১ হাজার ৯১ প্রশিক্ষণার্থীর মধ্যে ড্রিলে শ্রেষ্ঠত্বের পুরস্কার পেয়েছেন নাইমুর ইসলাম, ফায়ারিংয়ে মুজিবুল্লাহ আল মুহিত, আর সব মিলিয়ে চৌকস প্রশিক্ষণার্থী তারিফ হাসান।

এ সম্পর্কিত খবর

No stories found.
logo
kalbela.com