ময়মনসিংহে নির্বাচন নিয়ে বার্তা দেবেন প্রধানমন্ত্রী

ময়মনসিংহে নির্বাচন নিয়ে বার্তা দেবেন প্রধানমন্ত্রী
ছবি : সংগৃহীত

দীর্ঘ সাড়ে চার বছর পর আগামীকাল শনিবার ময়মনসিংহে যাচ্ছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার এ সফরকে ঘিরে ময়মনসিংহ সেজেছে নবরূপে। জনসভাকে জনসমুদ্রে রূপ দিতে দলের পক্ষ থেকে নেওয়া হয়েছে সর্বোচ্চ প্রস্তুতি। আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে তৃণমূলের নেতাকর্মীদের উজ্জীবিত করতে এ জনসভা থেকেই গুরুত্বপূর্ণ বার্তা দেবেন দলীয় প্রধান। সেইসঙ্গে বিভাগবাসীকে দেবেন উন্নয়নের বার্তাও।

প্রধানমন্ত্রীর জনসভায় নিজেদের জনসমর্থন বোঝাতে নানা তৎপরতা চালাচ্ছেন বিভাগের ২৪টি আসনের দলীয় ২২ সংসদ সদস্য। লোকসমাগম বাড়াতে চেষ্টার কমতি নেই আসনগুলোর সম্ভাব্য প্রার্থীদেরও। এরই মধ্যে প্রস্তুতি সভা করেছেন কেন্দ্রীয়, জেলা, মহানগর ও অঙ্গসংগঠনগুলোর নেতারা। চালাচ্ছেন প্রচার-প্রচারণা। তাদের প্রত্যাশা, প্রধানমন্ত্রীর এই সমাবেশে কয়েক লাখ লোকের সমাগম ঘটবে।

জানা গেছে, সার্কিট হাউস মাঠে নৌকার আদলে বিশাল মঞ্চ তৈরির কাজ প্রায় শেষ পর্যায়ে। প্রধানমন্ত্রীকে বরণে প্রশাসনসহ দলীয় নেতাকর্মীরা ব্যস্ত সময় পার করছেন। তাদের কর্মকাণ্ড তদারকি করতে আজ শুক্রবার ময়মনসিংহ যাচ্ছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সেখানে জনসভার সার্বিক প্রস্তুতি সম্পর্কে খোঁজখবর নেবেন তিনি। দেবেন প্রয়োজনীয় নির্দেশনাও। আর বিভাগীয় দায়িত্বপ্রাপ্ত নেতারাও এখন ময়মনসিংহে অবস্থান করছেন।

সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ বলেন, প্রধানমন্ত্রীর জনসভা সফল করতে তৃণমূলের নেতাকর্মীদের সঙ্গে কয়েক দফা সভা করা হয়েছে। সম্পন্ন হয়েছে সব প্রস্তুতি। আশা করছি, সাকির্ট হাউস মাঠে জনসভা এক ঐতিহাসিক জনসভায় রূপ নেবে।

ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোয়াজ্জেম হোসেন বাবুল বলেন, প্রধানমন্ত্রীর এ সফর মূলত নির্বাচনী সফর। ওই দিন জনসভা থেকে প্রধানমন্ত্রী যে নিদের্শনা দেবেন, সে অনুযায়ী আগামীতে দলীয় নেতাকর্মীরা কাজ করবেন।

মহানগর আওয়ামী লীগ সভাপতি ও সিটি মেয়র ইকরামুল হক টিটু বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে স্বাগত জানাতে প্রস্তুত ময়মনসিংহ নগরী। এ সমাবেশকে ঘিরে বিভাগের নেতাকর্মীরা এক মিলনমেলায় পরিণত হবে।

অন্যদিকে, বিশ্ববিদ্যালয়, বিমানবন্দর, আন্তর্জাতিক মানের স্টেডিয়াম, দুই হাজার সজ্জার হাসপাতালসহ বিভিন্ন দাবি প্রস্তুত করেছে নাগরিক সংগঠনগুলো। এরই মধ্য ১৮ দফা দাবি নিয়ে সংবাদ সম্মেলন করেছে নাগরিক সমাজের প্রতিনিধিরা। প্রধানমন্ত্রীর সফরকে ঘিরে কয়েক স্তরের নিরাপত্তা চাদরে ঢেকে ফেলা হয়েছে পুরো ময়মনসিংহ নগরী। টহল এবং তল্লাশি কার্যক্রম জোরদার করা হয়েছে। বাড়ানো হয়েছে গোয়েন্দা তৎপরতা।

এ সম্পর্কিত খবর

No stories found.
logo
kalbela.com