
হজযাত্রীদের বিমান ভাড়া যৌক্তিকভাবে কমাতে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়কে অনুরোধ জানিয়েছে ধর্মবিষয়ক মন্ত্রণালয়। গত বৃহস্পতিবার মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এ বছর প্রত্যেক হজযাত্রীর বিমান ভাড়া ১ লাখ ৯৭ হাজার ৭৯৭ টাকা নির্ধারণ করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। এ নিয়ে দেশের নানা শ্রেণিপেশার মানুষ ব্যাপক সমালোচনা করছে। সমালোচনার মুখে ধর্ম মন্ত্রণালয় বিমান ভাড়া কমানোর নির্দেশনা দিয়েছে।
এদিকে বিমান ভাড়া বেশি ও অন্যান্য খাতে হজের খরচ অস্বাভাবিকভাবে বেড়ে যাওয়ায় সাধারণ মানুষ, বিশেষ করে মধ্যবিত্তরা হজের নিবন্ধন করছেন না। গত মঙ্গল ও বুধবার এ বিষয়ে শুনানি শেষে বিমান ভাড়া কমানোর নির্দেশ দেন হাইকোর্ট।
হাইকোর্টের নির্দেশে গত বুধবার ধর্ম মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় কমিটির বৈঠকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ব্যবস্থাপনা পরিচালককে ভাড়া কমাতে সুপারিশ করা হয়। বিমান ভাড়া কমিয়ে ১ লাখ ৫০ হাজার টাকা করার সুপারিশ করে কমিটি।
পবিত্র হজ পালনে নিবন্ধনের সময়সীমা ২১ মার্চ পর্যন্ত বাড়িয়েছে ধর্ম মন্ত্রণালয়। এ নিয়ে চারবার বাড়ানো হলো চলতি মৌসুমে হজযাত্রীদের নিবন্ধনের সময়।