ফন্দিফিকিরে পতন রুখতে পারবে না সরকার : চরমোনাই পীর

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম (চরমোনাই পীর)।
ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম (চরমোনাই পীর)।পুরোনো ছবি

কোনো ফন্দিফিকির সরকারের পতন রুখতে পারবে না বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম (চরমোনাই পীর)। গতকাল সোমবার সকালে রাজধানীর পুরানা পল্টনে কেন্দ্রীয় কার্যালয়ে আলোচনা ও মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। দলের ৩ যুগপূর্তি উপলক্ষে তিনি সর্বস্তরের নেতাকর্মীর প্রতি শুভেচ্ছা জানান।

ইসলামী আন্দোলনের সহকারী মহাসচিব এবং ঢাকা মহানগর দক্ষিণ সভাপতি মাওলানা ইমতিয়াজ আলমের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন দলের প্রেসিডিয়াম সদস্য প্রিন্সিপাল মাওলানা সৈয়দ মোসাদ্দেক বিল্লাহ আল মাদানী, মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুছ আহমাদ, যুগ্ম মহাসচিব অধ্যক্ষ মাওলানা গাজী আতাউর রহমান প্রমুখ।

এ সম্পর্কিত খবর

No stories found.
logo
kalbela.com