
‘মেকিং এ ডিফরেন্স উইথ জাকাত’ প্রতিপাদ্য নিয়ে রাজধানীতে দুদিনব্যাপী একাদশ জাকাত ফেয়ার শুরু হয়েছে। গতকাল শনিবার সকাল সাড়ে ১০টায় তেজগাঁও লিঙ্ক রোডে আলোকি কমিউনিটি সেন্টারে বিশিষ্ট অর্থনীতিবিদ অধ্যাপক ড. ওয়াহিদউদ্দিন মাহমুদ ফেয়ার উদ্বোধন করেন।
সেন্টার ফর জাকাত ম্যানেজমেন্ট (সিজেডএম) আয়োজিত এ ফেয়ারের উদ্দেশ্য হচ্ছে পরিকল্পিত উপায়ে জাকাত প্রদান, জাকাত সংক্রান্ত বিভিন্ন বিষয়ে পরামর্শ এবং দারিদ্র্য বিমোচন সংক্রান্ত বিভিন্ন সংস্থার অভিজ্ঞতা বিনিময় করা।
‘সামাজিক নিরাপত্তা বেষ্টনী কর্মসূচি ও যাকাতের ভূমিকা’ শীর্ষক উদ্বোধনী সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে ড. ওয়াহিদউদ্দিন মাহমুদ বলেন, সামাজিক সুরক্ষা নিশ্চিতকরণে জাকাত একটি গুরুত্বপূর্ণ উপাদান এবং সুযোগের সমতার জন্য প্রাতিষ্ঠানিক জাকাত ব্যবস্থাপনা অতীব প্রয়োজন।
সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন জাতীয় রাজস্ব বোর্ডের সাবেক চেয়ারম্যান ড. মোহাম্মদ আবদুল মজিদ। সিজেডএমএর চেয়ারম্যান নিয়াজ রহিমের সভাপতিত্বে সেমিনারে বিশেষ অতিথি ছিলেন সাবেক সচিব এএমএম নাসিরউদ্দিন, আরাস্ত খান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক এম মুজাহিদুল ইসলাম, ইউএনডিপি বাংলাদেশের সহকারী আবাসিক প্রতিনিধি সর্দার এম আসাদুজ্জামান, সোবহানবাগ জামে মসজিদের খতিব মাওলানা শাহ ওয়ালিউল্লাহ। সিজেডএমএর সিইও ড. মোহাম্মদ আইয়ুব মিয়া সেমিনারে স্বাগত বক্তব্য দেন। আজ সন্ধ্যা ৭টা পর্যন্ত ফেয়ার চলবে।