৮ হজ এজেন্সিকে শোকজ

ধর্ম মন্ত্রণালয়।
ধর্ম মন্ত্রণালয়।ছবি : সংগৃহীত

হজের প্রথম ফ্লাইট মক্কায় পৌঁছায় গত ২১ মে। সেই টিমে ৮টি হজ এজেন্সি ভিসাআবেদনের সময় হজযাত্রীরা যেসব হোটেলের ঠিকানা দিয়েছিলেন সেখানে তোলেনি। এমনকি তাদের সঙ্গে কোনো গাইডও ছিল না। ফলে হজযাত্রীদের নানাবিড়ম্বনায় পড়তে হয়। এসব অভিযোগের পরিপ্রেক্ষিতে ৮ হজ এজেন্সিকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দিয়েছে ধর্ম মন্ত্রণালয়। গত সোমবার ধর্ম মন্ত্রণালয়ের হজ অনু বিভাগের উপসচিব আবুল কাশেম মুহাম্মদ শাহীনের সই করা চিঠিতে আগামী ৩ দিনের মধ্যে তাদের মন্ত্রণালয়ে জবাব দিতে বলা হয়েছে।

শোকজে বলাহয়, গত ২১ মে বিজি ৩০০৫ নম্বর ফ্লাইটে ৮টি এজেন্সির হজযাত্রী মক্কায় পাঠানো হয়। এসব এজেন্সি হজযাত্রীদের ভিসা যে হোটেলের ঠিকানায় করা হয়েছে, সে হোটেলে না উঠিয়ে মক্কার বিভিন্ন ফিতরা করা হোটেলে উঠানো হয়। হজযাত্রীদের রিসিভ করার জন্য এজেন্সির কোনো প্রতিনিধিও উপস্থিত ছিলেন না। ফলে তারা নির্ধারিত হোটেল খুঁজে পেতে সমস্যায় পড়েন। তাদের লাগেজ হোটেলে পৌঁছাতে সমস্যা হয়। পরে হজ মিশনের চেষ্টায় বিষয়টি সমাধান হলেও এটি বিব্রতকর অবস্থার সৃষ্টি করে।

এ সম্পর্কিত খবর

No stories found.
logo
kalbela.com