
আদানি গ্রুপের সঙ্গে বিদ্যুৎ ক্রয়ের চুক্তি প্রসঙ্গে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মন্তব্যের সমালোচনা করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, মির্জা ফখরুল ইসলাম আলমগীর আদানি গ্রুপের সঙ্গে বিদ্যুৎ ক্রয়ের চুক্তি প্রসঙ্গে হীন রাজনৈতিক স্বার্থ হাসিলের উদ্দেশ্যে মনগড়া ও বানোয়াট মন্তব্য করেছেন। গতকাল রোববার বিএনপি মহাসচিবের বক্তব্যের নিন্দা ও প্রতিবাদ জানাতে গণমাধ্যমে দেওয়া এক বিবৃতিতে তিনি এ কথা বলেন।
কাদের বলেন, পুরোপুরি বাংলাদেশের জনগণের স্বার্থ রক্ষা করেই এ চুক্তি হয়েছে। বাংলাদেশের জনগণ এ চুক্তির ফলে লাভবান হয়েছে।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আরও বলেন, যারা বিদ্যুতের বদলে জনগণকে খাম্বা দিয়েছে, বিদ্যুতের দাবি করায় জনগণের ওপর গুলি চালিয়ে মানুষ হত্যা করেছে, তাদের মুখে বিদ্যুৎ খাতের দুর্নীতি নিয়ে কথা বলা মানায় না।
আওয়ামী লীগ জনগণের কল্যাণে রাজনীতি করে বলে মন্তব্য করেছেন কাদের। তিনি বলেন, জনগণই আওয়ামী লীগের শক্তির একমাত্র উৎস। এ ছাড়া দেশি-বিদেশি সুপরিকল্পিত ষড়ন্ত্রের মাধ্যমে অসংখ্যবার আওয়ামী লীগের নিশ্চিত বিজয় ছিনিয়ে নেওয়া হয়েছে বলে দাবি করেন তিনি।
সেতুমন্ত্রী বলেন, বিদেশি প্রভুদের স্বার্থ রক্ষার মুচলেকা দিয়ে যারা ক্ষমতায় আসে, তারা কখনই জনগণের কল্যাণ করতে পারে না। বিএনপি-জামায়াত অশুভ জোটের দুঃশাসন, দুর্নীতি, লুটপাট, দুর্বৃত্তায়নই তার জ্বলন্ত উদাহরণ।