
গণআন্দোলন গড়ে তুলে অবাধ, সুষ্ঠু, গ্রহণযোগ্য ভোটাধিকার আদায় করার পাশাপাশি সাম্রাজ্যবাদী তৎপরতা সম্পর্কে সজাগ থাকার আহ্বান জানিয়েছে সিপিবি। গতকাল দলের এক বিবৃতিতে এ আহ্বান জানানো হয়।
দলটির সভাপতি শাহ আলম এবং সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স বিবৃতিতে বলেন, বর্তমান সরকারসহ বিগত দিনের সরকার নির্বাচন ব্যবস্থা ধ্বংস করে ফেলেছে। লুটেরা শাসকগোষ্ঠী, লুটপাট অব্যাহত রাখা ও দেশি-বিদেশি স্বার্থান্বেষীদের স্বার্থ রক্ষার স্বার্থে ক্ষমতায় থাকা ও ক্ষমতায় যাওয়ার জন্য নানা সময় নির্বাচনকে প্রহসনে পরিণত করেছে। তাদের কাছে অবাধ, নিরপেক্ষ, গ্রহণযোগ্য নির্বাচনের অন্যতম শর্ত হচ্ছে, নিজেদের ক্ষমতায় থাকা বা ক্ষমতায় যাওয়া।