গভীর সমুদ্রে ট্রলার থেকে ১৪ জেলে উদ্ধার

উদ্ধার হওয়া জেলেরা।
উদ্ধার হওয়া জেলেরা।ছবি : কালবেলা।

ইঞ্জিন বিকল হয়ে তিন দিন ধরে গভীর সমুদ্রে ভাসতে থাকা মাছ ধরার একটি ট্রলার থেকে ১৪ জেলেকে অক্ষত অবস্থায় উদ্ধার করেছেন কোস্টগার্ড সদস্যরা। গতকাল রোববার বরগুনার পাথরঘাটা থানাধীন পক্ষীদিয়া দ্বীপের পূর্ব দিকে ভাসতে থাকা ‘এফবি মাহফুজা’ নামের মাছ ধরার ট্রলার থেকে জেলেদের উদ্ধার করা হয়। এর আগে গত সোমবার ওই জেলেরা মাছ ধরতে সমুদ্রে যান।

কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লে. কমান্ডার আব্দুর রহমান জানান, গত বৃহস্পতিবার গভীর সমুদ্রে মাছ ধরার সময় ট্রলারটির ইঞ্জিন বিকল হয়ে যায়।

এ সম্পর্কিত খবর

No stories found.
logo
kalbela.com