আদালত চত্বরকে সংরক্ষিত এলাকা ঘোষণার আবেদন

আদালত চত্বরকে সংরক্ষিত এলাকা ঘোষণার আবেদন
সংগৃহীত ছবি

জীববৈচিত্র্য রক্ষায় সুপ্রিম কোর্ট প্রাঙ্গণসহ দেশের সব আদালত চত্বর সংরক্ষিত এলাকা ঘোষণা করতে প্রধান বিচারপতিসহ সরকারের বিভিন্ন দপ্তরে আবেদন জানানো হয়েছে। সুপ্রিম কোর্টের আইনজীবী এস এম মণ্ডল গতকাল সোমবার রেজিস্ট্রি ডাকযোগে আবেদনটি পাঠান। প্রধান বিচারপতি ছাড়াও আইন সচিব, পরিবেশ সচিব, সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের রেজিস্ট্রার, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সম্পাদক ও বাংলাদেশ পরিবেশ আন্দোলনের (বাপা) দপ্তরেও এই আবেদন পাঠানো হয়।

এস এম মণ্ডল সাংবাদিকদের বলেন, সুপ্রিম কোর্টসহ দেশের প্রায় সব আদালতই পুরোনো ভবনে স্থাপিত। লোকচক্ষুর অন্তরালে এসব পুরোনো ভবনগুলোতে চড়ুই পাখিসহ বিভিন্ন পাখ-পাখালি, প্রাণীর বাস। তা ছাড়া প্রায় সব আদালত চত্বরে বট-অশ্বত্থ গাছ ছাড়াও বিভিন্ন ফলদ গাছ-গাছালি রয়েছে। সে বিবেচনায় দেশের সব আদালত চত্বরকে সংরক্ষিত বা বিশেষ এলাকা ঘোষণা করা জরুরি।

আবেদনে বলা হয়েছে, আদালত চত্বরে বেড়ে ওঠা জীববৈচিত্র্য যাতে অযাচিত হুমকির মুখে না পড়ে, সে জন্য যথাযথ পদক্ষেপ নেওয়া জরুরি। ফলে জীববৈচিত্র্য রক্ষণাবেক্ষণে আদালত চত্বরকে ‘সংরক্ষিত’ বা ‘বিশেষ’ এলাকা ঘোষণা করা জরুরি হয়ে পড়েছে।

আবেদনে আরও বলা হয়, ‘জাতীয় পরিবেশ নীতি-২০১৮’-এর উদ্দেশ্য পূরণকল্পে প্রজাতিগত ও প্রতিবেশবৈচিত্র্য সংরক্ষণে কার্যকর পদক্ষপ গ্রহণ করা উচিত। ‘বাংলাদেশ জীববৈচিত্র্য আইন-২০১৭’-এর ধারা-৩২ অনুযায়ী দেশের সব আদালত চত্বরকে ‘জীববৈচিত্র্য সমৃদ্ধ ঐতিহ্য’ হিসেবে ঘোষণা করার দাবি রাখে।

এ সম্পর্কিত খবর

No stories found.
logo
kalbela.com