সেই পরীক্ষার ফল ৯০ দিনের মধ্যে প্রকাশের নির্দেশ

হাইকোর্ট।
হাইকোর্ট।পুরোনো ছবি

প্রায় সাত বছর আগে অনুষ্ঠিত সমবায় অধিদপ্তরের বিভিন্ন পদবির ৮৭টি পদের মৌখিক পরীক্ষার ফল ৯০ দিনের মধ্যে প্রকাশের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। গতকাল সোমবার এ বিষয়ে জারি করা রুলের চূড়ান্ত শুনানি শেষে বিচারপতি কাশেফা হোসেন ও বিচারপতি কাজী জিনাত হকের হাইকোর্ট বেঞ্চ রুল নিষ্পত্তি করে এ রায় দেন। আদালতে রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী মোহাম্মদ ছিদ্দিক উল্লাহ মিয়া। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল নূর উস সাদিক।

রায়ের পরে রিটকারীদের আইনজীবী ছিদ্দিক উল্লাহ্ মিয়া বলেন, সমবায় অধিদপ্তর ২০১৪ সালের ২৭ ডিসেম্বর বিভিন্ন পর্যায়ের ৮৭টি পদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি জারি করে। রিটকারীরা লিখিত ও ভাইভা পরীক্ষায় অংশ নেন। কিন্তু দীর্ঘ সাড়ে ছয় বছরেও ভাইভার ফল প্রকাশ না করায় ১৫ জন গত বছর হাইকোর্টে রিট করেন। গত বছরের ২২ ফেব্রুয়ারি রিটের শুনানি নিয়ে হাইকোর্ট ভাইভা পরীক্ষার ফল প্রকাশে সংশ্লিষ্টদের নিষ্ক্রিয়তা কেন অবৈধ ঘোষণা করা হবে না এবং একই সঙ্গে ভাইভা পরীক্ষার ফল প্রকাশ করে নিয়োগ প্রক্রিয়া সমাপ্ত করতে বিবাদীদের কেন নির্দেশ দেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেন। চার সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়। এর পর শুনানির ধারাবাহিকতায় ওই রুল নিষ্পত্তি করে ৯০ দিনের মধ্যে ফল প্রকাশের নির্দেশ দিয়ে রায় ঘোষণা করেন।

এ সম্পর্কিত খবর

No stories found.
logo
kalbela.com