
ঢাকায় নিযুক্ত মার্কিন কূটনীতিকদের সঙ্গে বৈঠক করেছেন বিএনপি নেতারা। গতকাল গুলশানে আমেরিকান ক্লাবে অনুষ্ঠিত ঘণ্টাব্যাপী বৈঠকে মার্কিন দূতাবাসের পলিটিক্যাল চিফ ব্রান্ডন স্ক্যাট, পলিটিক্যাল অফিসার ম্যাথিউ বে, পলিটিক্যাল কাউন্সিলর ডেনিয়েল শেরি উপস্থিত ছিলেন। অন্যদিকে বিএনপির পক্ষে দলের স্থায়ী কমিটির সদস্য ও আন্তর্জাতিক সম্পর্কবিষয়ক কমিটির চেয়ারম্যান আমীর খসরু মাহমুদ চৌধুরী এবং সাংগঠনিক সম্পাদক ও কমিটির সদস্য শামা ওবায়েদ উপস্থিত ছিলেন। তবে বৈঠক সম্পর্কে কোনো পক্ষই কিছুই জানায়নি।
যুক্তরাষ্ট্রসহ ছয় দেশের কূটনীতিকদের বাড়তি নিরাপত্তা প্রত্যাহারের ঘোষণার পর যুক্তরাষ্ট্রের ঢাকার প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করলেন বিএনপি নেতারা। যদিও আগে থেকেই ধারাবাহিকভাবে বিদেশি কূটনীতিকদের সঙ্গে বৈঠক করছেন তারা। সেসব বৈঠকের আলোচনায় দেশের চলমান রাজনীতি ও আগামী নির্বাচন প্রসঙ্গ উঠে আসে।
টম বার্গের সঙ্গে ভিপি নুরের বৈঠক : জাতিসংঘের আবাসিক সমন্বয়ক গোয়েন লুইসের সঙ্গে বৈঠকের এক দিন পর গতকাল ব্রিটিশ হাইকমিশনের গভর্নেন্স অ্যান্ড পলিটিক্যাল টিমের প্রধান টম বার্গের সঙ্গে বৈঠক করেছেন গণঅধিকার পরিষদের সদস্য সচিব ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর। দুপুর সোয়া ১টা থেকে আড়াইটা পর্যন্ত বারিধারার ব্রিটিশ হাইকমিশনে এই বৈঠক হয়। নুরুল হক নুর বলেন, তারা আমাদের বন্ধুপ্রতিম রাষ্ট্র। আগামী নির্বাচন নিয়ে তাদের মধ্যে এক ধরনের উদ্বেগ-উৎকণ্ঠা তো রয়েছে। এসব বিষয় আলোচনায় উঠে এসেছে।