২৩ মে থেকে বিভাগীয় বিপিও সম্মেলন

রোববার রাজধানীর একটি হোটেলে সংবাদ সম্মেলনে ২৩ মে থেকে বিভাগীয় বিপিও সম্মেলন শুরুর ঘোষণা দেওয়া হয়।
রোববার রাজধানীর একটি হোটেলে সংবাদ সম্মেলনে ২৩ মে থেকে বিভাগীয় বিপিও সম্মেলন শুরুর ঘোষণা দেওয়া হয়।ছবি : সংগৃহীত

তিন বছর পর আবার শুরু হচ্ছে বিভাগীয় বিজনেস প্রসেসিং আউটসোর্সিং (বিপিও) সম্মেলন-২০২৩। আগামীকাল ২৩ মে রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে রাজশাহী বিভাগ দিয়ে এ সম্মেলন শুরু হবে। তবে ২৪ মে নাটোরে সম্মেলন উদ্বোধন করবেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।

আগামী ২০ জুলাই পর্যন্ত সাত বিভাগে এ সম্মেলন হবে। রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে সমাপনী আয়োজনের মাধ্যমে শেষ হবে সামিট। তবে সমাপনীর দিন এখনো নির্ধারণ হয়নি।

গতকাল রোববার রাজধানীর একটি হোটেলে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানায় আয়োজক বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব কন্ট্যাক্ট সেন্টার অ্যান্ড আউটসোর্সিং (বাক্কো)। এ সময় ছিলেন বাক্কোর সাধারণ সম্পাদক তৌহিদ হোসেন, জ্যেষ্ঠ সহসভাপতি আবুল খায়ের, সহসভাপতি তানভীর ইব্রাহিম, যুগ্ম সাধারণ সম্পাদক মো. তানজিরুল বাসার, অর্থ সম্পাদক পরিচালক আমিনুল হক, বিজনেস প্রমোশন কাউন্সিলের (বিপিসি) নির্বাহী মীর ফয়সাল খান ও বাংলাদেশ কম্পিউটার সমিতির মহাসচিব কামরুজ্জামান ভূঁইয়া।

এ সম্পর্কিত খবর

No stories found.
logo
kalbela.com