আমেরিকার চোখ রাঙানি আমরা পরোয়া করি না : শিল্প প্রতিমন্ত্রী

বিশ্ব মেট্রোলজি দিবস উপলক্ষে বিএসটিআই কার্যালয়ে সেমিনারে শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন ও শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদারসহ অতিথিরা।
বিশ্ব মেট্রোলজি দিবস উপলক্ষে বিএসটিআই কার্যালয়ে সেমিনারে শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন ও শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদারসহ অতিথিরা।ছবি : কালবেলা

দেশের অভ্যন্তরীণ কোনো বিষয়ে অন্য কোনো দেশের হস্তক্ষেপ মেনে নেওয়া হবে না বলে জানিয়েছেন শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার। তিনি বলেন, আমরা কারও চোখ রাঙানিকে ভয় করি না। আমেরিকাও যদি চোখ রাঙায়, আমরা পরোয়া করি না। আমার দেশে ভোট কীভাবে হবে, আমরা বুঝব। গতকাল শনিবার রাজধানীর বিএসটিআই কার্যালয়ে বিশ্ব মেট্রোলজি দিবস উপলক্ষে এক আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, আমেরিকা আমাদের মানবাধিকার নিয়ে নাক গলায়, অথচ আমেরিকাতেই কোনো মানবাধিকার নেই। স্কুলগুলোতে গুলি করে শিক্ষার্থীদের হত্যা করা হয়, সেগুলো কেন তাদের নজরে আসে না? তারাই আবার আমার দেশে এসে হস্তক্ষেপ করতে চায়। এই সুযোগ আমরা দেব না।

খাদ্যে ভেজাল প্রসঙ্গে তিনি বলেন, প্রতিটি খাদ্য ভেজালে ভরপুর। সাদা চিনি ক্ষতিকর কেমিক্যাল দিয়ে তৈরি হয়। সেটা যদি আমরা ব্যবহার করি, তাহলে ক্যান্সারের আশঙ্কা আছে। এটি জেনেও ব্যবসায়ীরা কীভাবে এটি করছেন? বিএসটিআই থেকে তো পরীক্ষা করেই তাদের অনুমোদন দেওয়া হয়েছিল! প্রতিমন্ত্রী বলেন, প্রবাদ আছে, যারা নিয়মিত ট্যাক্স দেয়, তাদের ওপরই বেশি চাপ আসে। আমিও মনে করি দুর্নীতিবাজ ব্যবসায়ীদের একটু বেশি সুযোগ-সুবিধা দেওয়া হয়, এতে আর্থিকভাবে লাভবান হওয়া যায়।

প্রধান অতিথির বক্তব্যে শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন বলেন, কিছু নকল ও ভেজালকারী ব্যবসায়ী আছেন, যারা অন্যায়ভাবে কাজ করে যাচ্ছেন। ব্যবসায়ী নেতাদের উচিত তাদের কালো তালিকাভুক্ত করে ব্যবসায়ী সমাজ থেকে বাদ দেওয়া।

বিএসটিআইর মহাপরিচালক আবদুস সাত্তারের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য দেন শিল্প সচিব জাকিয়া সুলতানা, এফবিসিসিআই প্রেসিডেন্ট জসিম উদ্দিন, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক এএইচএম সফিকুজ্জামান, বাংলাদেশ দোকান মালিক সমিতির সভাপতি হেলাল উদ্দিন, বাংলাদেশ পেট্রোল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি নাজমুল হক প্রমুখ।

এ সম্পর্কিত খবর

No stories found.
logo
kalbela.com