মেহেরপুর প্রতিনিধি
প্রকাশ : ২৫ ফেব্রুয়ারি ২০২৩, ১১:২৪ এএম
প্রিন্ট সংস্করণ

গাংনীতে এমপির পক্ষে গান গাওয়ায় শিল্পীকে পিটুনি

গাংনীতে এমপির পক্ষে গান গাওয়ায় শিল্পীকে পিটুনি

মেহেরপুরের গাংনী আসনের সংসদ সদস্য মো. সাহিদুজ্জামান খোকনের প্রশংসা করে গান গাওয়ায় সাইফুল ইসলাম নামে এক শিল্পীকে পিটিয়েছেন সাহারবাটি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তৌহিদ মুর্শেদ অতুল। গত বৃহস্পতিবার রাতে উপজেলার সাহারবাটি সরকারি প্রাথমিক বিদ্যালয় চত্বরে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে অনুষ্ঠানে এ ঘটনা ঘটে।

এ বিষয়ে ভুক্তভোগী সাইফুল ইসলাম অভিযোগ করলেও বিষয়টি জানেন না স্থানীয় সংসদ সদস্য ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।

সাইফুল জানান, অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য ও গাংনী উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাহিদুজ্জামান খোকন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোখলেছুর রহমান মুকুল। সভাপতিত্ব করেন সাহারবাটি গ্রামের বাসিন্দা ও মেহেরপুর সরকারি কলেজের সহযোগী অধ্যাপক আল আমিন হোসেন ধুমকেতু।

সাইফুল বলেন, ‘খোকন ভাই খোকন ভাই তোমোকে আবারও এমপি হিসেবে দেখতে চাই’ গান শুরুর পর পরই মোখলেছুর রহমান মুকুল অনুষ্ঠান থেকে চলে যান। মঞ্চ থেকে নামার পরপরই সাহারবাটি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তৌহিদ মুর্শেদ অতুল ও অনুষ্ঠানের সভাপতি আল আমিন হোসেন ধুমকেতু আমাকে বেধড়ক কিলঘুসি মারে।

প্রত্যক্ষদর্শী সাবেক ইউপি চেয়ারম্যান ফারুক বলেন, অনুষ্ঠানটা একটু পরিবারকেন্দ্রিক হওয়ায় যত সমস্যা। এর বাইরে আর কোনো কথা বলতে রাজি হননি তিনি।

অভিযুক্ত আল আমিন হোসেন ধুমকেতু বলেন, অনুষ্ঠান শুরু হওয়ার কথা ছিল ‘মোদের গরব মোদের আশা আ মরি বাংলা ভাষা’ গানটি দিয়ে। কিন্তু সাইফুল স্থানীয় সংসদ সদস্যকে নিয়ে গান গাওয়ায় বিশেষ অতিথি কিছুটা ক্ষোভের বশে অনুষ্ঠানস্থল ত্যাগ করেন। পরে আমি সাইফুলকে বিশেষ অতিথির কাছে ক্ষমা চেয়ে অনুষ্ঠানে ফিরিয়ে আনতে বলি। কিন্তু দলীয় কোন্দলের কারণে উত্তেজিত জনতা সাইফুলকে মারধর করে। আমি তাকে মারিনি বরং অন্যদের হাত থেকে বাঁচিয়েছি।

এ বিষয়ে সংসদ সদস্য শাহিদুজ্জামান খোকন বলেন, এ ব্যাপারে আমার কিছু জানা নেই, তাই কোনো মন্তব্য করতে পারব না।

গাংনী থানার ওসি আব্দুর রাজ্জাক বলেন, কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে খতিয়ে দেখা হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘সবসময় স্বপ্ন ছিল চেন্নাইয়ের হয়ে খেলার’

কুবিতে উপাচার্য, ট্রেজারার ও প্রক্টরের কার্যালয়ে তালা

ভিত্তিহীন মেইলে সমর্থন প্রত্যাহার / মামলায় জিতলেন লেবার পার্টির প্রার্থী নুরুল খান

চবির হলে ছাত্রলীগ কর্মীর মদ পান, ছবি ভাইরাল

কুড়িগ্রামে হিটস্ট্রোকে এক নারীর মৃত্যু

গাজীপুরে বিদ্যুতের সাবস্টেশনের ট্রান্সফরমারে আগুন

বেলুন উড়িয়ে শুরু হলো জব্বারের বলী খেলা

২৮ এপ্রিল খুলছে স্কুল-কলেজ

নারী শিক্ষার উন্নয়নে সরকার কাজ করে যাচ্ছে : জিল্লুর রহমান

জিআই সনদ পেল টাঙ্গাইল শাড়িসহ ১৪ পণ্য

১০

মোনাজাতে অঝোরে চোখের পানি ফেললেন মুসল্লিরা

১১

বাল্যবিয়ে রোধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে : মানবাধিকারের চেয়ারম্যান 

১২

সরকারি চাকরিজীবী পরিচয়ে ১৪ বিয়ে!

১৩

জেনারেল ম্যানেজার নিচ্ছে ল্যাবএইড, ৪৫ বছরেও আবেদন

১৪

নিজের নামে ভুয়া জিমেইল, সতর্ক করলেন ঢাবি উপাচার্য

১৫

হা-মীম গ্রুপে জনবল নিয়োগ, আবেদন করুন শুধু পুরুষরা

১৬

স্বাধীনতা ক্রীড়া সংঘের নবযাত্রা

১৭

দেশের সার্বিক পরিস্থিতি অত্যন্ত উদ্বেগজনক : চরমোনাই পীর

১৮

বিশ্বের কোথাও মানবাধিকার পরিস্থিতি নিখুঁত নয় : পররাষ্ট্র মন্ত্রণালয়

১৯

চড় মারতেই অজ্ঞান স্ত্রী, মৃত ভেবে স্বামীর আত্মহত্যা

২০
*/ ?>
X