বরিশালে সাদিককে ছাড়াই বর্ধিত সভা আওয়ামী লীগের

বরিশালে সাদিককে ছাড়াই বর্ধিত সভা আওয়ামী লীগের

আওয়ামী লীগ মনোনীত বরিশাল সিটি করপোরেশন (বিসিসি) নির্বাচনে নৌকা প্রতীকের মেয়র প্রার্থী আবুল খায়ের আব্দুল্লাহ খোকন সেরনিয়াবাতকে বিজয়ী করার লক্ষ্যে নেতাকর্মী ও জনপ্রতিনিধিদের ঐক্যবদ্ধ করতে বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার বিকেলে প্রথম বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়ে। তবে সভায় অংশগ্রহণ করেননি মনোনয়ন বঞ্চিত বরিশাল মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও বর্তমান সিটি মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ।

নৌকা প্রতীকের নির্বাচন পরিচালনায় গঠিত কেন্দ্রীয় টিমের আয়োজনে বরিশাল জেলা ও মহানগর আওয়ামী লীগের সব সদস্য, মহানগরের অন্তর্গত সব ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক, জেলা কমিটির সব সদস্য, জেলার সব উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক, উপজেলা পরিষদের চেয়ারম্যান এবং পৌর মেয়রদের অংশগ্রহণে গৌরনদী পৌরসভার মাঠে বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন কেন্দ্রীয় টিমের প্রধান, জেলা আওয়ামী লীগের সভাপতি ও নৌকা প্রতীকের মেয়র প্রার্থীর বড় ভাই আবুল হাসানাত আবদুল্লাহ, এমপি। বক্তব্য দেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক, আব্দুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় টিমের সমন্বয়ক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, সাংগঠনিক সম্পাদক আফজাল হোসেন, আন্তর্জাতিকবিষয়ক সম্পাদক ড. শাম্মী আহমেদ, কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ সদস্য মো. গোলাম কবীর রাব্বানী চিনু, পানিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী কর্নেল (অব.) জাহিদ ফারুক শামীম, সংসদ সদস্য পঙ্কজ নাথ, শাহে আলম, সৈয়দা রুবিনা আক্তার মীরা, সাবেক সাংসদ ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট তালুকদার মো. ইউনুস, সাবেক সাংসদ জেবুন্নেসা আফরোজ হিরন, জেলা পরিষদের চেয়ারম্যান ও মহানগর আওয়ামী লীগের সভাপতি এ কে এম জাহাঙ্গীর হোসেন প্রমুখ।

এ সম্পর্কিত খবর

No stories found.
logo
kalbela.com