নতুন কারিকুলাম পরীক্ষাভীতি দূর করবে : শিক্ষামন্ত্রী

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।
শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।পুরোনো ছবি

মানবিক ও অসাম্প্রদায়িক মানুষ গঠন এবং পরীক্ষাভীতি দূর করতে নতুন কারিকুলাম প্রণয়ন করা হয়েছে বলে মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। বৃহস্পতিবার রাজধানীর আগারগাঁওয়ে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) সুবর্ণজয়ন্তীর বিশেষ আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।

ইউজিসি চেয়ারম্যান অধ্যাপক ড. কাজী শহীদুল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠানে তিনি বলেন, চলমান মেগা প্রকল্প শেষ হলে শিক্ষায় আগামী দিনের মেগা প্রকল্প হবে। শিক্ষায় কারিকুলাম ঠিক না থাকলে শুধু বাজেট বাড়িয়ে লাভ হয় না। শিক্ষক নিয়োগ প্রক্রিয়া আগের থেকে অনেক স্বচ্ছ। কৃত্রিম বুদ্ধিমত্তার যুগে আমাদের দক্ষ মানবসম্পদ তৈরির জন্য কারিকুলাম তৈরি করতে হবে।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী, ইউজিসির সাবেক চেয়ারম্যান ইমেরিটাস অধ্যাপক ড. এ কে আজাদ চৌধুরী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইমেরিটাস অধ্যাপক ড. সিরাজুল ইসলাম চৌধুরী, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অবসরপ্রাপ্ত অধ্যাপক উপাচার্য ড. অনুপম সেন, ইউজিসি চেয়ারম্যান অধ্যাপক ড. কাজী শহীদুল্লাহ। ইউজিসি সচিব ড. ফেরদৌস জামানের সঞ্চালনায় ছিলেন ইউজিসি সদস্য ও সুবর্ণজয়ন্তী উদযাপন অনুষ্ঠান বাস্তবায়ন কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. আবু তাহের।

এ সম্পর্কিত খবর

No stories found.
logo
kalbela.com