
কাজ না করেও ঠিকাদারি প্রতিষ্ঠানের বিল দেখিয়ে ৪০ লাখ টাকার বেশি আত্মসাতের অভিযোগ উঠেছে বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) প্রধান প্রকৌশলীর বিরুদ্ধে। এ ঘটনায় গতকাল মঙ্গলবার সকালে তার অফিসে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশনের (দুদক) এনফোর্সমেন্ট ইউনিটের একটি দল।
দুদকের জনসংযোগ শাখার উপপরিচালক মোহাম্মদ আরিফ সাদেক জানান, সম্প্রতি বিটিভির প্রধান প্রকৌশলী ও প্রকল্প পরিচালকের (অ. দা.) বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ জমা পড়ে দুদকে। এতে প্রতিষ্ঠানের বিভিন্ন উপকেন্দ্রের কাজ না করেও ঠিকাদারি প্রতিষ্ঠানের মাধ্যমে ৪০ লাখ ১৫ হাজার ৮৬৩ টাকার বিল উঠিয়ে নেওয়ার কথা বলা হয়েছে। এ ছাড়া তার বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির মাধ্যমে নিজস্ব ঠিকাদারকে কাজ পাইয়ে দিতে মূল্যায়ন কমিটির সুপারিশ বাদ দিয়ে আগের কার্যাদেশ বাতিল করে ফের দরপত্র আহ্বানের অভিযোগও রয়েছে।
দুদক কর্মকর্তা জানান, এসব অভিযোগের অনুসন্ধান দুদকের প্রধান কার্যালয়ের এনফোর্সমেন্ট ইউনিটের একটি দল চালিয়েছে। এ সময় বিটিভির প্রধান কার্যালয় পরিদর্শন ও অভিযোগ সংক্রান্ত রেকর্ডপত্র সংগ্রহ করা হয়। এসব তথ্য-উপাত্ত ও রেকর্ডপত্র পর্যালোচনা করে প্রাথমিকভাবে অভিযোগের সত্যতা মিলেছে। সেগুলো যাচাই শেষে পরবর্তী ব্যবস্থা গ্রহণে একটি প্রতিবেদন দাখিল করবে অভিযানকারী দল।
এদিকে, পাসপোর্ট সেবা প্রদানে গ্রাহক হয়রানি ও ঘুষ দাবির অভিযোগে চাঁদপুর আঞ্চলিক পাসপোর্ট অফিসে অভিযান চালায় দুদকের আরেকটি দল। সংস্থাটির চাঁদপুর জেলা কার্যালয়ে এ অভিযান চালানো হয়। এ সময় ওই অফিসের সামনে কম্পিউটার দোকানের দালাল ও অফিসের কর্মচারীদের সঙ্গে যোগসূত্র থাকার তথ্যপ্রমাণ পাওয়া যায়। তাদের বিরুদ্ধে সরকারি ফি থেকে বেশি অর্থ গ্রহণের তথ্য মিলেছে। প্রাপ্ত তথ্যপ্রমাণ ও রেকর্ডপত্র পর্যালোচনা করে পরবর্তী ব্যবস্থা গ্রহণে দুদকের প্রধান কার্যালয়ে একটি প্রতিবেদন দাখিল করা হবে।