
নারায়ণগঞ্জের ফতুল্লায় ১২তলা ভবনের একটি ফ্ল্যাটে বিস্ফোরণ ঘটেছে। গতকাল রোববার সন্ধ্যায় ফতুল্লার মাসদাইরের এমএস টাওয়ারের ষষ্ঠ তলায় এ ঘটনা ঘটে। এতে তিন বছর বয়সী এক শিশুসহ কুলসুম আক্তার নামে এক নারী দগ্ধ হয়েছেন। বিস্ফোরণে ফ্ল্যাটের দরজা-জানালারও ব্যাপক ক্ষতি হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, গতকাল মাগরিবের আজানের পরপরই ভবনের ষষ্ঠ তলার ওই ফ্ল্যাটে বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। এতে সেখানে আগুন ধরে যায়। প্রতিবেশীরা আগুন নেভাতে ব্যর্থ হয়ে ফায়ার সার্ভিসে খবর দেয়। তারা এসে আগুন নিয়ন্ত্রণে এনে কুলসুম ও তার শিশু সন্তান খালিদকে ফ্ল্যাটের ভেতর থেকে উদ্ধার করে হাসপাতালে পাঠান।
নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক ফখর উদ্দিন জানান, বিস্ফোরণে ওই ফ্ল্যাটের ব্যাপক ক্ষতি হয়েছে। ওই ফ্ল্যাটের দরজা উড়ে গেছে। এ বিষয়ে তদন্ত করে বলতে হবে।