মালয়েশিয়া গেলেন নৌবাহিনী প্রধান

মালয়েশিয়া গেলেন নৌবাহিনী প্রধান

লঙ্কাউই ইন্টারন্যাশনাল মেরিটাইম অ্যান্ড অ্যারোস্পেস এক্সিবিশনে অংশ নিতে নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম শাহীন ইকবাল মালয়েশিয়া গেছেন। গতকাল রোববার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সহকারী নৌবাহিনী প্রধান (অপারেশন্স) এবং কমান্ডার ঢাকা নৌ অঞ্চল নৌপ্রধানকে বিদায় জানান।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানায়, সফরে লঙ্কাউই ইন্টারন্যাশনাল মেরিটাইম অ্যান্ড অ্যারোস্পেস এক্সিবিশন-২০২৩-এ ফ্লিট রিভিউয়ে অংশগ্রহণ করবেন নৌপ্রধান। পাশাপাশি অংশগ্রহণকারী দেশগুলোর নৌপ্রধানদের সঙ্গে গোলটেবিল বৈঠকে অংশগ্রহণ করবেন। তাদের সঙ্গে পারস্পরিক স্বার্থ-সংশ্লিষ্ট বিষয়ে আলোচনা করবেন।

এ ছাড়া নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম শাহীন ইকবাল যুক্তরাষ্ট্রের প্যাসিফিক ফ্লিট কমান্ডার এবং মালয়েশিয়ার রাজকীয় নৌবাহিনী প্রধানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। পরে তিনি বিভিন্ন দেশের নৌ প্রতিনিধি ও সামরিক ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গেও সাক্ষাৎ করবেন। ইন্টারন্যাশনাল মেরিটাইম কালচার অনুষ্ঠানেও যোগ দেবেন তিনি। মহড়ায় বিশ্বের বিভিন্ন দেশের নৌবাহিনীর জাহাজ, যুদ্ধবিমান ও সামরিক ব্যক্তিরা অংশগ্রহণ করছেন। সফর শেষে তিনি দেশে ফিরবেন ২৭ মে।

এ সম্পর্কিত খবর

No stories found.
logo
kalbela.com