
আসন্ন ঈদুল আজহায় স্বল্প সময়ের মধ্যে কোরবানির বর্জ্য অপসারণের জন্য বিভিন্ন কার্যক্রম গ্রহণ করেছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)। দ্রুততম সময়ের মধ্যে কোরবানির বর্জ্য অপসারণে প্রায় ১০ হাজার পরিচ্ছন্নতাকর্মী কাজ করবেন। সম্প্রতি ঢাকা উত্তর সিটি করপোরেশন সূত্রে জানা গেছে, ১০ হাজার কর্মীর মধ্যে ডিএনসিসির ২৮টি ওয়ার্ডে নিজস্ব ২ হাজার ১১৭ জন কাজ করবেন। অন্যদিকে ২৬টি ওয়ার্ডে বেসরকারি বর্জ্য ব্যবস্থাপনার উদ্যোগে ২ হাজার ৯০০ জন থাকবেন। পাশাপাশি ৩৬টি ওয়ার্ডে পিডব্লিউসিএসপির কর্মী কাজ করবেন ৪ হাজার ৫০০ জন। এ ছাড়া স্পেশাল ক্লিনার থাকবে ১৫০ জন।
অন্যদিকে ওয়ার্ডভিত্তিক বর্জ্য সংগ্রহ কাজে ভাড়ায় নিয়োজিত পিকআপের কর্মী থাকবে ৩২৪ জন। নিজস্ব যন্ত্রপাতির পাশাপাশি ডাম্প ট্রাক ও খোলা ট্রাক ১৫০টি, ভারী যন্ত্রপাতি ৪৭টি ও ১০টি পানির গাড়ি থাকবে।
এ বিষয়ে ডিএনসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা সেলিম রেজা জানিয়েছেন, কোরবানির পশু জবাইয়ের স্থান ও প্রশিক্ষণের জন্য মাংস ব্যবসায়ী চিহ্নিতকরণে সংশ্লিষ্ট কাউন্সিলদের সম্পৃক্ত করার উদ্যোগ নেওয়া হয়েছে। এ ছাড়া কোরবানির বর্জ্য দ্রুত অপসারণের জন্য প্রয়োজনীয় সংখ্যক ট্রাক, পে-লোডার, ডাম্পার, পানির গাড়িসহ অন্যান্য যন্ত্রপাতি ও সহকারী প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তাদের ব্যবহারের জন্য জিপগাড়ি সরবরাহের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশনা দেওয়া হয়েছে। এবারও দ্রুততম সময়ের মধ্যে কোরবানির বর্জ্য পরিষ্কার করতে পারবে ডিএনসিসি।