রাজউকের চেয়ারম্যানকে হাইকোর্টে তলব

হাইকোর্ট।
হাইকোর্ট।পুরোনো ছবি

আদালতের আদেশ পালন না করায় রাজউকের চেয়ারম্যানকে তলব করেছেন হাইকোর্ট। আগামীকাল ১৮ মে তাকে সশরীরে হাজির হয়ে এ বিষয়ে ব্যাখ্যা দিতে বলা হয়েছে। গতকাল মঙ্গলবার বিচারপতি মাহমুদুল হক ও বিচারপতি মো. মাহমুদ হাসান তালুকদারের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। ডেপুটি অ্যাটর্নি জেনারেল কে এম মাসুদ রুমি বিষয়টি নিশ্চিত করেছেন।

প্লট-সংক্রান্ত জটিলতার কারণে হাইকোর্টে রিট করেন নিকুঞ্জের বাসিন্দা খালিদ মাহমুদ। রিটের শুনানি নিয়ে ওই প্লট বিষয়ে রাজউক চেয়ারম্যানকে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন হাইকোর্ট। আদালতের আদেশ না মানায় রাজউক চেয়ারম্যানের বিরুদ্ধে হাইকোর্টে আবেদন করা হয়। আবেদনের শুনানি নিয়ে হাইকোর্ট রাজউক চেয়ারম্যানকে তলব করেন। আদালতে রিটের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট গোলাম রসূল।

এ সম্পর্কিত খবর

No stories found.
logo
kalbela.com