রমজানে দ্রব্যমূল্য সাধারণের ক্রয় সীমায় রাখুন : হেফাজত

রমজানে দ্রব্যমূল্য সাধারণের ক্রয় সীমায় রাখুন : হেফাজত

রমজানে দ্রব্যমূল্য সাধারণ মানুষের ক্রয় সীমায় রাখার আহ্বান জানিয়েছেন হেফাজতে ইসলাম বাংলাদেশের মহাসচিব আল্লামা শায়েখ সাজিদুর রহমান।

তিনি বলেন, রমজান মাসের মূল তাৎপর্য হচ্ছে বিলাসিতা পরিহার করে নিজের ভোগ বা চাহিদাকে নিয়ন্ত্রণ করা। তার পরও এ মাসেই ভোগ্যপণ্যের বাজার অস্থির হয়ে ওঠে। বিশেষ করে ভোজ্যতেল, ছোলা, ডাল, মটর, পেঁয়াজ, মসলা, চিনি ও খেজুরের চাহিদা বাড়ে দ্বিগুণের বেশি। মানুষের অতিরিক্ত চাহিদার সুযোগে নিয়মনীতির তোয়াক্কা না করে ব্যবসায়ীদের একটি শ্রেণি যে যার মতো নিত্যপণ্যের দাম বাড়াতে থাকে।

গতকাল এক বিবৃতিতে তিনি এসব কথা বলেন। বিবৃতিতে বাজার মনিটরিং করে অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে সরকারের কাছে দাবি জানান হেফাজত মহাসচিব।

এ সম্পর্কিত খবর

No stories found.
logo
kalbela.com