
ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) ১৫ নম্বর ওয়ার্ড কাউন্সিলর সালেক মোল্লাহ মারা গেছেন। গত রোববার রাত ১২টার দিকে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তার বয়স হয়েছিল ৭০ বছর।
সালেক মোল্লাহর মৃত্যুতে শোক জানান ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র মো. আতিকুল ইসলাম। এক শোকবার্তায় তিনি বলেন, তিনি কাউন্সিলর হিসেবে সবসময় মানুষের সেবায় কাজ করেছেন। তার মৃত্যুতে গতকাল সোমবার উত্তর সিটির সব কার্যালয়ে প্রচলিত নিয়ম অনুযায়ী ‘অর্ধদিবস ছুটি’ ঘোষণা করা হয়।