বৃদ্ধের পেট থেকে ৩৭০০ পিস ইয়াবা উদ্ধার

কক্সবাজার জেলার ম্যাপ।
কক্সবাজার জেলার ম্যাপ।ছবি : সংগৃহীত

দীর্ঘদিন ধরে কক্সবাজার থেকে ঢাকায় মাদক এনে বিক্রি করতেন ষাটোর্ধ্ব ওয়াজ উদ্দিন। র‌্যাবের হাতে আটকের পর তার পেট থেকে ৩৭০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে।

গতকাল বুধবার র‌্যাব-৩-এর উপপরিদর্শক মঞ্জুরুল ইসলাম জানান, রাজধানীর নটর ডেম কলেজের সামনে একটি বাস থেকে ওয়াজ উদ্দিনকে আটক করা হয়। তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে এক্স-রে করার পর পেটের ভেতর ইয়াবাসদৃশ বস্তু দেখা যায়। পরে ওষুধ সেবন করিয়ে তার পেট থেকে তিন হাজার ৭০০ পিস ইয়াবা বের করা হয়। বর্তমানে তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

এ সম্পর্কিত খবর

No stories found.
logo
kalbela.com