
জাতিসংঘের ওয়ার্ল্ড সামিট অন ইনফরমেশন সোসাইটি (ডব্লিউএসআইএস) পুরস্কার-২০২৩ পেয়েছে অ্যাস্পায়ার টু ইনোভেট (এটুআই)-এর কভিড-১৯ টেলিহেলথ সেন্টার।
করোনাকালীন সময়ে মানুষের হাতের মুঠোয় স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ায় এ বছর ‘আইসিটি এপ্লিকেশন : বেনেফিটস ইন অল অ্যাসপেক্টস অব লাইফ’ ক্যাটাগরিতে চ্যাম্পিয়ন হয় প্রকল্পটি।
গত বুধবার সুইজারল্যান্ডের জেনেভায় জাতিসংঘের আইসিটি-সংক্রান্ত বিশেষায়িত সংস্থা আন্তর্জাতিক টেলিকমিউনিকেশন ইউনিয়নের (আইটিইউ) সদর দপ্তরে আনুষ্ঠানিকভাবে পুরস্কার প্রদান করা হয়। এটুআইর প্রকল্প পরিচালক ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ূন কবীর ও ই-গভর্ন্যান্সের চিফ স্ট্র্যাটেজিস্ট ফরহাদ জাহিদ শেখ অনুষ্ঠানে উপস্থিত থেকে পুরস্কার গ্রহণ করেন।