ঘোলা পানিতে মাছ শিকারিরা আহমদিয়াদের ওপর হামলাকারী

পঞ্চগড় শহরের শেরেবাংলা পার্ক মুক্তমঞ্চে জেলা আওয়ামী লীগের শান্তি সমাবেশে বক্তব্য দেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ।
পঞ্চগড় শহরের শেরেবাংলা পার্ক মুক্তমঞ্চে জেলা আওয়ামী লীগের শান্তি সমাবেশে বক্তব্য দেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ।ছবি : কালবেলা

আওয়ামী লীগের জন্ম লড়াই-সংগ্রামের মধ্য দিয়ে উল্লেখ করে তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, বিএনপি-জামায়াত বুঝে গেছে আগামী জাতীয় নির্বাচনে তাদের কোনো সম্ভাবনা নেই, এ জন্য তারা বিশৃঙ্খলা সৃষ্টি করছে। আমরা রাজপথ কাউকে ছেড়ে দিইনি, কখনো ছেড়ে দিব না। সব অপশক্তিকে রাজপথে প্রতিহত করা হবে।

গতকাল রোববার বিকেলে পঞ্চগড় শহরের শেরেবাংলা পার্ক মুক্তমঞ্চে জেলা আওয়ামী লীগের শান্তি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

বিএনপি-জামায়াতের দেশব্যাপী ষড়যন্ত্র সন্ত্রাস নৈরাজ্য অপরাজনীতির ও অগ্নিসংযোগ লুটপাটের প্রতিবাদে এ সমাবেশের আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন রেলমন্ত্রী ও জেলা আওয়ামী লীগের সভাপতি নূরুল ইসলাম সুজন।

তথ্যমন্ত্রী বলেন, যারা ইসলামের কথা বলে অন্যদের ওপর হামলা করে, তারা ইসলামের শত্রু। রাসুল (সা.) কোনোদিন অন্যদের ওপর হামলা, লুটপাট, অগ্নিসংযোগ করতে বলেননি। এসব বিশৃঙ্খলকারীকে রুখে দিতে হবে। আমাদের সরকার তাদের কঠোর হস্তে দমনে বদ্ধপরিকর।

ড. হাছান মাহমুদ বলেন, যারা বিশৃঙ্খলা তৈরি করে ঘোলা পানিতে মাছ শিকার করতে চায়, তাদের মহাপরিকল্পনার অংশ হিসেবে পঞ্চগড়ে আহমদিয়া সম্প্রদায়ের ওপর হামলা পরিচালনা করা হয়েছে। এ ঘটনায় যারা যুক্ত ছিল, বেশির ভাগই বিএনপি-জামায়াতের নেতাকর্মী। এটি মনিটর করা হয়েছে ঢাকা এবং লন্ডন থেকে।

শান্তি সমাবেশের বিশেষ অতিথি ছিলেন দলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সুজিত রায় নন্দী, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ আনোয়ার সাদাত সম্রাট, সিনিয়র সভাপতি ও পঞ্চগড়-১ আসনের এমপি মজাহারুল হক প্রধান, সহসভাপতি আবু তোহাবুর আবু রহমান, নাইমুজ্জামান মুক্তা, মনিরা পারভীন, সদর উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আমিরুল ইসলাম, পৌর মেয়র জাকিয়া খাতুন প্রমুখ।

‘সামাজিক কল্যাণ রাষ্ট্র গড়তেই সরকার নানা ভাতা চালু করেছে’: গতকাল দুপুরে চট্টগ্রামের রাঙ্গুনিয়ার কোদালা ইউনিয়নের উপকারভোগী সমাবেশে ভার্চুয়ালি যুক্ত হয়ে তথ্যমন্ত্রী বলেন, দেশের প্রতিটি ইউনিয়নের হাজার হাজার মানুষ এখন ভাতা পাচ্ছে। এর বাইরেও ভিজিডি, ভিজিএফ, ফ্যামেলি কার্ডসহ নানা সুবিধা পাচ্ছে মানুষ। সামাজিক কল্যাণ রাষ্ট্র গঠন করার লক্ষেই আওয়ামী লীগ সরকার নানা ধরনের ভাতা চালু করেছে, যা আগের কোনো সরকার করে দেখাতে পারেনি।

সমাবেশে সভাপতিত্ব করেন ইউপি চেয়ারম্যান আবদুল কাইয়ুম তালুকদার। প্রধান বক্তা ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা যুবলীগের সাবেক জ্যেষ্ঠ সহসভাপতি খালেদ মাহমুদ। বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম তালুকদার, কৃষি ও সমবায়বিষয়ক সম্পাদক ইদ্রিছ আজগর, উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক সামশুল আলম তালুকদার, যুগ্ম সম্পাদক মো. ইকবাল হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।

এ সম্পর্কিত খবর

No stories found.
logo
kalbela.com