
বাণিজ্য ও বিনিয়োগ সহযোগিতা বাড়াতে বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকার বেসরকারি খাতের মধ্যে যোগাযোগ বৃদ্ধির ওপর গুরুত্ব দিয়েছে দুই দেশ। দুই দেশের অর্থনৈতিক সহযোগিতার সম্ভাবনা চিহ্নিত করতে ঢাকা-প্রিটোরিয়া বিজনেস কাউন্সিল গঠনের প্রস্তাব দিয়েছে বাংলাদেশ।
দক্ষিণ আফ্রিকা সফরকালে পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম দেশটির উপ-পররাষ্ট্রমন্ত্রী ক্যান্ডিথ মাশেগো ডলামিনির সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে এসব বিষয়ে আলোচনা করেন। গতকাল শনিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
বৈঠকে প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম দুই দেশের আর্থসামাজিক উন্নয়নের অভিন্ন লক্ষ্য এবং বাণিজ্য ও বিনিয়োগ সম্পর্ক উন্নয়নে বিপুল সম্ভাবনার কথা উল্লেখ করেন।
তিনি বলেন, কূটনৈতিক ও অফিসিয়াল পাসপোর্টধারীদের অন অ্যারাইভাল ভিসা এবং দ্বৈত কর পরিহার হলে দ্বিপক্ষীয় যোগাযোগ এবং বাণিজ্য ও বিনিয়োগ বাড়বে। দুদেশের ব্যবসায়ী ও চেম্বারের সমন্বয়ে একটি বিজনেস কাউন্সিল গঠনের প্রস্তাব করেন প্রতিমন্ত্রী। দক্ষিণ আফ্রিকার উপ-পররাষ্ট্রমন্ত্রী ডলামিনি দুদেশের সাম্প্রতিক উচ্চ পর্যায়ের সফরের কথা উল্লেখ করে দ্বিপক্ষীয় বাণিজ্য ও অর্থনৈতিক সম্পর্ক বৃদ্ধির জন্য প্রাতিষ্ঠানিক সহযোগিতার ওপর জোর দেন।