
বাংলাদেশের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র আর কোনো নিষেধাজ্ঞা দেবে না বলে ধারণা করছেন কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক। গতকাল রোববার সচিবালয়ে নিজ দপ্তরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এমন কথা বলেন।
আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর এই সদস্য বলেন, দেশের মানুষ পূর্ণ
বাকস্বাধীনতা ভোগ করছে। আমি বুঝি না নিষেধাজ্ঞা কেন দেবে? আমার ধারণা, তারা নিষেধাজ্ঞা দেবে না, বাস্তবতা বুঝবে। একটি সুষ্ঠু গণতান্ত্রিক নির্বাচনে সহায়তা করবে। আমি আশাবাদী, আমেরিকা নিষেধাজ্ঞা দেবে না।
‘আরও মার্কিন নিষেধাজ্ঞা আসছে, প্রস্তুত সরকার’ শিরোনামে খবর ছেপেছে দৈনিক কালবেলা। এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, লিখতে পারে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঠিকই বলেছেন। স্বাধীন-সার্বভৌম দেশ হিসেবে বিদেশিদের হস্তক্ষেপ আমরা কোনোদিনই কামনা করি না বা সহজভাবে নিতে পারি না। আমার দৃষ্টিতে বাংলাদেশ একটি মুসলিম অধ্যুষিত দেশ। এখানে আশি শতাংশের বেশি মুসলমান। যেভাবে জঙ্গি তৎপরতা বেড়েছিল, সে পরিপ্রেক্ষিতে র্যাব ও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জঙ্গিদের দমন করেছে। এমন প্রেক্ষাপটে কিছু কিছু ক্ষেত্রে আমাদের বাস্তববাদী হতে হয়েছে।