
সরকারবিরোধী যুগপৎ আন্দোলন সঠিক পথেই রয়েছে বলে মন্তব্য করেছেন গণঅধিকার পরিষদের সদস্য সচিব ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর। তিনি বলেন, এভাবে আন্দোলন চললে আগামী দু-তিন মাসের মধ্যেই সরকারের পতন ঘটবে। সে পর্যন্ত আমরা কেউ রাজপথ ছাড়ব না, প্রয়োজনে রাজপথে জীবন দেব। গতকাল শুক্রবার বিকেলে রাজধানীর পুরানা পল্টনের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে দুর্নীতি ও দুঃশাসনবিরোধী গণসমাবেশে এ মন্তব্য করেন তিনি।
ভিপি নুর বলেন, বিভিন্ন দেশ অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের জন্য কথা বলছে। আমরা এটিকে সাধুবাদ জানাই। তবে সরকার চাইলেও এবার আর আগের মতো নির্বাচন করতে পারবে না। করলে নিকারাগুয়া, নাইজেরিয়ার মতো নিষেধাজ্ঞার ঝামেলায় পড়বে, যা দেশকে ভেনেজুয়েলার মতো ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে যাবে। তাই দেশ ও দেশের মানুষকে বাঁচাতে গণআন্দোলনের মাধ্যমে এই সরকারের পতন ঘটাতে হবে।
গণতন্ত্র মঞ্চ থেকে বেরিয়ে আসার পর এই সমাবেশে ব্যাপক শোডাউন ঘটিয়ে নিজেদের সাংগঠনিক শক্তির প্রমাণ দিল গণঅধিকার পরিষদ। এদিন দলের যুগ্ম আহ্বায়ক ফারুক হাসানের সঞ্চালনায় সমাবেশে আরও বক্তব্য দেন যুগ্ম আহ্বায়ক রাশেদ খান, হাসান আল মামুন, বিপ্লব পোদ্দার, সোহরাব হাসান, আবু হানিফ, সাদ্দাম হোসেন, শাকিল উজ্জামান, নাজমুস সাকিব, শহিদুল ইসলাম ফাহিম, জসিম উদ্দিন, পাঠান আজহার, কেন্দ্রীয় নেতা শেখ খায়রুল কবীর প্রমুখ।