ড. ইউনূসকে নিয়ে বক্তব্য উদ্দেশ্যপ্রণোদিত : বঙ্গবন্ধু পরিষদ

ড. ইউনূসকে নিয়ে বক্তব্য উদ্দেশ্যপ্রণোদিত : বঙ্গবন্ধু পরিষদ
ছবি : সংগৃহীত

গ্রামীণ ব্যাংকের সাবেক এমডি ড. মুহাম্মদ ইউনূসের ‘ভালো থাকা’ নিয়ে উদ্বেগ জানানো ৪০ বিদেশি নাগরিকের বক্তব্যকে বাস্তবতাবর্জিত ও উদ্দেশ্যপ্রণোদিত বলে মন্তব্য করেছে বঙ্গবন্ধু পরিষদ। গতকাল শনিবার এক যুক্ত বিবৃতিতে পরিষদের ৫০ জন বুদ্ধিজীবী এ মন্তব্য করেন।

বিবৃতিতে তারা বলেন, ‘জাতীয় সংসদের আগামী নির্বাচনের এক বছরের কম সময় বাকি থাকতে হঠাৎ করেই ৪০ বিদেশি নাগরিকের ড. মুহাম্মদ ইউনূসের ‘মহান’ অবদানকে সমর্থন ও স্বীকৃতি দানের আহ্বানের নেপথ্যে বিশেষ কোনো উদ্দেশ্য রয়েছে বলে প্রতীয়মান হয়। এর আগেও লক্ষ করা গেছে, ২০১৪ সালের ৫ জানুয়ারির জাতীয় নির্বাচন সামনে রেখে সুপরিকল্পিতভাবে এ ব্যক্তিসহ একটি স্বার্থান্বেষী মহল পদ্মা সেতু প্রকল্পে কল্পিত দুর্নীতির অভিযোগ এনে বিদেশি ঋণ বাতিলে সক্রিয় ভূমিকা পালন করেছিল।’

বিবৃতিদাতারা বলেন, ‘আমাদের ধারণা, অনেকেই ড. ইউনূসের দেশবিরোধী ও জনস্বার্থবিরোধী কার্যক্রমের বিষয়ে পুরোপুরি অবহিত নন বলেই এ ধরনের বিতর্কিত বিজ্ঞাপন ওয়াশিংটন পোস্টের মতো একটি পত্রিকায় প্রকাশ করা সম্ভব হয়েছে।’ বঙ্গবন্ধু পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক, সাধারণ সম্পাদক অধ্যাপক আ ব ম ফারুক, রাবির সাবেক উপাচার্য অধ্যাপক আব্দুল খালেক, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ডা. কামরুল হাসান খান, সিনিয়র সাংবাদিক ও সংসদ সদস্য শফিকুর রহমান, সিনিয়র সাংবাদিক অজিত কুমার সরকার, ডা. শেখ আব্দুল্লা আল মামুন প্রমুখ বিবৃতিতে স্বাক্ষর করেন। বাসস

এ সম্পর্কিত খবর

No stories found.
logo
kalbela.com