
২০১৭-২০২০ সাল পর্যন্ত রাষ্ট্রীয় পরিবহন সংস্থার (বিআরটিসি) বিভিন্ন ডিপো, ইউনিটে দায়িত্ব পালন করা প্রায় ২ হাজার কর্মকর্তা-কর্মচারীর পাওনা ২ কোটি ৩১ লাখ ৬৭ হাজার ৩৫৩ টাকা পরিশোধ করা হয়েছে। গতকাল প্রতিষ্ঠানের চেয়ারম্যান মো. তাজুল ইসলাম এ অর্থ পরিশোধ করেন। এ সময় প্রতিষ্ঠানের উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। দেশের সব ডিপো ম্যানেজার ও সুবধাভোগীরা অনলাইনে যুক্ত ছিলেন। ২০২১ সালের ফেব্রুয়ারিতে প্রতিষ্ঠানে যোগ দেন বর্তমান চেয়ারম্যান। তখন আগের বকেয়া থাকা ২ কোটি ১৭ লাখ ৩৬ হাজার টাকা অনলাইন ব্যাংকিংয়ের মাধ্যমে ১৮ ডিপো/ইউনিটের কর্মকর্তা-কর্মচারীদের নিজি নিজ ব্যাংক হিসাবে পরিশোধ করা হয়।