
কবি ও কথাশিল্পী নূর কামরুন নাহারের জন্মদিন আজ শুক্রবার। দুদশক ধরে তিনি সাহিত্যচর্চা করছেন। জেন্ডার ইস্যু, নারী ক্ষমতায়ন, নারী উন্নয়ন ও প্রাসঙ্গিক বিষয়ে জাতীয় দৈনিকগুলোয় ফিচার, প্রবন্ধ, কলামও লেখেন।
২০০৫ সালে প্রকাশ হয় তার প্রথম উপন্যাস ‘জলরঙে আঁকা’। তার উল্লেখযোগ্য বইগুলো হলো- ‘তোমার ভাগ চাই’, ‘আলো’ ও ‘বিকেলের চিল’ ‘গল্পগুচ্ছ’ ‘শিস দেয়া রাত’, ‘মৃত্যু ও একটি সকাল’, ‘বৃক্ষ ও প্রমিকের গল্প’, ‘নারী ক্ষমতায়ন স্বপ্ন ও বাস্তবতা’, সম্পাদিত জলের গল্প : স্টোরিজ অব ওয়াটার। দিল্লি থেকে তার অনূদিত গ্রন্থ আ ডেথ আ মর্নিং ও কানাডা থেকে হুইসলিং নাইট প্রকাশ হয়েছে। পেশাগত জীবনে তিনি ডিপিডিসির ডিজিএম। সংবাদ বিজ্ঞপ্তি।